শোবিজ ডেস্ক:দেশীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত নায়িকা নিঝুম রুবিনা আসন্ন রমজান উপলক্ষে নিজ গ্রাম ও তার আশেপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত কিছু পরিবারকে উপহার দিলেন খাদ্যসামগ্রী। এর আগে লকডাউনের আগে তিনি মাস্ক,সাবান,স্যানিটাইজার বিতরণ করেছিলেন তার গ্রামের বাড়িতে।এ প্রসঙ্গে নিঝুম রুবিনা বললেন,’ আর ১দিন পরেই পবিত্র রমজান মাস শুরু হবে। আর সেজন্যই আমাদের গ্রাম ও পাশের কয়েকটি গ্রামের কিছু পরিবারকে আমার সাধ্যমতো খাদ্যসামগ্রী দিয়েছি। আমি আমার জায়গা থেকে যতুটুকু সম্ভব করার চেষ্টা করছি। আমি আশা করবো সমাজের বিত্তশালী যারা আছেন তারাও এগিয়ে আসবেন অসহায়দের সহায়তায়। আমরা সকলে মাইল যদি এগিয়ে আসি তাহলে এই বিপদের সময় মানুষ আর অভুক্ত থাকবেন না।’এদিকে কথা প্রসঙ্গে নিঝুম জানালেন তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে লকডাউনের শুরু থেকেই। তার প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও সহযোগিতার হাত বাড়িয়েছেন তিনি। প্রতি মাসে নিয়মিতভাবে তাদের বেতন-ভাতা প্রদান করে যাচ্ছেন তিনি। এর বাইরে ঢাকায়ও কিছু মানুষকে সহযোগিতা করেছেন তিনি। উল্লেখ্য, নিঝুম তার ফ্যান ক্লাবের মাধ্যমেও কিছু মানুষকে সহযোগিতা করছেন।
নিজের সামর্থ্যানুযায়ী নিজগ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের ইফতার সামগ্রী দিলেন নিঝুৃম রুবিনা
Read Time:1 Minute, 52 Second