নিজ উদ্দ্যোগে ৫০০’শ হত দরিদ্রের মাঝে ত্রান বিতরন করেন নজরুল রাজ ও’ইশরাত জাহান জুঁই

0 0
Read Time:2 Minute, 6 Second

নিজস্ব ডেস্ক :মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি অসহায় মানুষ পেতে পারে না।করোনা সংক্রমণ থেকে বাঁচতে সবাই এখন ঘরে অবস্থান করছেন৷ এদিকে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। শোবিজ অঙ্গনের অনেকেই অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছেন। এরই ধারাবাহিকতায় নিজ গ্রাম গোপালগঞ্জে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছন নজরুল রাজ, তার সঙ্গে রয়েছেন কন্ঠশিল্পী জুঁই।
‘আপনাদের কাছে অনুরোধ, ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাবেন না, আমার সঙ্গে যোগাযোগ করুন। যদি আপনি না হয়ে, অন্য কেউ হয় তাও আমাকে জানালে অত্যন্ত খুশি হব। আমি আমার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করব।’—কথাগুলো বলেন প্রযোজক ও অভিনেতা নজরুল রাজ।

নজরুল রাজ বলেন, ‘স্বল্প আয়ের মানুষগুলো এখন সমস্যায় পড়েছেন। তাদের কথা চিন্তা করে গতকাল গোপালগঞ্জে ৫০০ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দিয়েছি। আগামীকাল আরো ৫০০ পরিবারকে সহযোগিতা করব।’

সবার প্রতি অনুরোধ জানিয়ে এ অভিনেতা বলেন, ‘অসহায়দের সহযোগিতা করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সবার প্রয়োজনে সবার পাশে সবসময় পাবেন। কোনো ব্যক্তি যদি আর্থিক সমস্যা বা খাদ্য সংকটে থাকেন, আপনার ধর্ম বা ব্যক্তিত্ব যাই থাকুক না কেন, প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করুন।’
নিরাপদ দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করেন নজরুর রাজ। এ সময় গোপালগঞ্জের ইউএনও উপস্থিত ছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %