নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী পৌরসভার সদাসদী এলাকার নিজ বাড়ি থেকে আনোয়ারা (৫০) নামে এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
বুধবার (৬ জুলাই) সন্ধ্যায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সুরতহাল প্রস্তত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে।
স্থানীয়দের সুত্রে জানা গেছে, নিহতের স্বামী ওমর আলীর আরেকটি সংসার রয়েছে।
তবে সে মাঝে মাঝে এখানে আসেন। তার ছেলে শরিফ দেশের বাইরে থাকেন ।
বৃহস্পতিবার (০৬ জুলাই) ঈদ করতে দেশে আসার কথা ছিল তার।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, হত্যাকারীরা ঘরের সিঁধ কেটে ঘরে প্রবেশ করে এ হত্যাকাণ্ড ঘটায় বলে ধারনা করা হচ্ছে। নিহতের হাত-পা, মুখ বাঁধা ছিল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, লাশ উদ্ধারের পর সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে লাশের সুরতহাল প্রস্তুত করা হবে। কে বা কারা এবং কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছেনা। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।