শোবিজ ডেস্ক:বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। করোনার সংক্রমণ ঠেকাতে মানুষ এখন গৃহবন্দী। এই সঙ্কট চলছে আমাদের দেশেও। সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া গরীব মানুষজন। তাদের আয়ের পথও বন্ধ বলা চলে।এমন পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন তরুণ নৃত্যশিল্পী ও উপস্থাপক বারিশ হক।গতকাল(২৮ মার্চ) নিজ বাসার গৃহকর্মীদের প্রতি বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত।দিয়েছেন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও স্যানিটাইজেশন সামগ্রী।এসময় সাথে ছিলেন তার বাগদত্তা আলভি সীমান্ত। তার এ উদ্যোগের নাম দিয়েছেন ‘বাড়ি থেকে সুরক্ষা’।এ প্রসঙ্গে নৃত্যশিল্পী-উপস্থাপিকা বারিশ হক বলেন, আমার কাজের থিমটি হলো, ‘বাড়ি থেকে সুরক্ষা’। আমাদের একটি সংস্থা আছে, ‘গিভ অ্যা হ্যান্ড’। সে সংস্থা থেকেই ‘বাড়ি থেকে সুরক্ষা’ থিমে আজকের কাজটি হলো।তিনি আরও বলেন, আমি শুরু করেছি আমার বাসা থেকে। আমি যৌথ পরিবারে বাস করি। আমাদের বাড়িতে কেয়ারটেকার, বুয়া, ড্রাইভার, মালি আছেন। তাদের আমরা বেতন দিচ্ছি, তারা আমাদের সাথে থাকছেন। আমাদের পরিবারের সদস্যের মতো। আমার মনে হয়েছে তারা আমাদের মতো এত সচেতন নন। তাই তাদের করোনাভাইরাস সংক্রমণ সচেতনতা সৃষ্টিতে মাস্ক, স্যানিটাইজার দিয়েছি। সাথে কিছু খাদ্য সামগ্রীও দিয়েছি।
বারিশ জানিয়েছেন,আমাকে এই উদ্যোগে সহায়তা করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস দিদি। আমাদের সংস্থার ভাইস প্রেসিডেন্ট আলভি সীমান্ত আমার সাথে ছিলেন। আমাদের ইচ্ছে আছে সামনের মাসে বিমানবন্দর সংলগ্ন এলাকায় এসব সামগ্রী বিতরণ করব।