রিফাত রাহুল খাঁন;শোবিজ ডেস্ক:করোনাভাইরাস বিপর্যয়ে অনেকের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন চিত্রনায়িকা শাহনূর। এরইমধ্যে ডাক্তার ও নার্সদের জন্য সুরক্ষা সামগ্রী দেয়ার ব্যবস্থা করেছেন এ নায়িকা। পাশাপাশি সাহায্য করেছেন নিম্ন আয়ের মানুষদেরও। তিনি বলেন, ‘আমি একজন রোটারিয়ান। আমাদের ঢাকা সানশাইন রোটারি ক্লাব থেকে এক হাজার মাস্ক, এক হাজার হ্যান্ড স্যানিটাইজার ও তিনশো পি পি ই ডক্টর নার্সদের দেয়া হচ্ছে। এছাড়া আমরা চাল, ডাল, তেল সাবান এগুলো নিু আয়ের মানুষদের মাঝে বিতরণ করার ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে আমাদের স্বেচ্ছাসেবক দল বিতরণের কাজও শুরু করে দিয়েছে। আমি অনেক আগেই বাসার কাজের বুয়াকে তার বেতন দিয়ে ছুটি দিয়েছি এবং আমার আশপাশে যারা নিু আয়ের মানুষ আছে তাদের বিকাশে টাকা পাঠিয়ে দিচ্ছি, যেন তারা খাবার কিনে খেতে পারেন।’ তিনি আরও বলেন, ‘সবার কাছে অনুরোধ, আপনারা কেউ হতাশ হবেন না। কয়েকটি নিয়ম মেনে চললেই কিন্তু করোনা ভাইরাসের হাত থেকে আমরা রক্ষা পাব। অবশ্যই যেন সবাই কোনো কারণ ছাড়া নির্দিষ্ট দিন পর্যন্ত ঘরের বাইরে না যান।।’
নিম্ন আয়ের মানুষদের পাশে সহায়তার হাত বাড়ালেন শাহনূর
Read Time:1 Minute, 50 Second