শোবিজ ডেস্ক:বর্তমানে সারা বিশ্বে চলছে করোনা ভাইরাসের রাজত্ব।এই আক্রমন করেছে বাংলাদেশেও তবে এখন পর্যন্ত অতটাও বিস্তার করতে পারিনি ভাইরাসটি।তবে সারা দেশকে নাড়িয়ে ফেলেছে এবং এর মধ্যে থাকা সবচেয়ে বিপদে আছে নিম্ম আয়ের মানুষেরা।সরকার থেকে শুরু করে সব সেক্টরের মানুষেরাই আস্তে আস্তে এগিয়ে আসছেন সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য।সম্প্রতি ছোট্ট হাতটি বাড়িয়ে দিলেন গায়িকা সাবরিনা সাবা।সাথে দিলেন নিজের বড় মনের পরিচয়।বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি কিংবা মিউজিক ভিডিও করবেন বলে কিছু টাকা জমিয়ে ছিলেন তিনি।সেটি দিয়ে দিলেন নিম্ম আয়ের মানুষের মুখে কিছু খাবারের জন্য।এই ব্যাপারে যদিও তিনি কোনো কথা বলতে রাজি হননি তবে তার ফেসবুক একাউন্ট থেকে একটি পোস্ট তিনি করেছেন।
সেখানে এমনটাই লেখা ছিল ‘কয়েকটি পরিবারের জন্য- ২০ কেজি চাল, পেঁয়াজ, লবণ, আলু প্যাকিং শুরু।আসলে টাকাটা জমিয়েছিলাম, #মিউজিক_ভিডিও বানাবো বলে না হয় সেমিস্টার ফি এর জন্য।কিন্তু আমরা কেউ ই জানিনা, কখন জীবন পাল্টে যায়।
ভাবলাম, যে মানুষের এত ভালবাসা! তাদের জন্য কিছুই করবোনা?বেঁচে থাকলে ভিডিও টিডিও বানানোই যাবে।তাই, ঢাকার ভেতরে আপাতত কিছু পরিবারের জন্য পাঠাবো ঠিক করে ফেললাম।একটা রিকুয়েষ্ট, যখন বিতরণ করবেন,তখন কেউ বন্টন করবেন, সেই মানুষগুলোর ছবি তুলেবেন না।এটা অত্যন্ত নেতিবাচক সেই পরিবারের জন্য যারা চক্ষুলজ্জায় কাউকে কিছু বলতে পারছেনা।আশা করি, যারা ইনবক্সে মুখ ফুটে বলেছেন৷ সহযোগিতা চেয়েছেন অলরেডি কিছু মানুষের কাছে তহবিল চলে গেছে।কাজটা করার সময় বারবার মনে হচ্ছিলো,ইশ! আল্লাহ যদি আমাকে আরো দিতেন, আরো কিছু করতে পারতাম যদি! যাদের দিতে পারিনি, আশা রাখুন দোয়া রাখুন, কিছু যেন করতে পারি।যতদিন বাঁচি, এভাবে মিলে মিশেই না হয় বাঁচি।Specially thanks to – Joshoda dada, Shahriar