রিফাত রাহুল খাঁন: ফ্যাশন ডিজাইনার নাহরীন চৌধুরী জানান;আসলে এখনও আমি নিজেকে সফল ভাবি না, সফল নারী কথাটা অনেক বেশি ভারী, আমার সেই জায়গাতে পৌঁছাতে আমার মনে হয় আরো অনেক সময় লাগবে | আর সফল নারী কিন্তু শুধু কর্মজীবনে সফল হওয়া আমি বুঝিনা | একটা প্রবাদ আছে যে নারী রাঁধে সে চুলও বাঁধে আমি আসলে এই প্রবাদে বিশ্বাসী| আমার কাছে কর্ম জীবনে সফলতার চেয়ে সবকিছু ম্যানেজ করে চলাটা সফলতা| সংসারের প্রতি আমি কতটা দায়িত্বশীল? এটা আসলে আমার সংসারের আসল মানুষকে জিজ্ঞেস করতে হবে , তবে সাধারণত ডিজাইনাররা একটু গুছিয়ে চলতে পছন্দ করে |ওই হিসেবে হয়তো আমার সংসারটা বেশ গুছানো |বাসায় আমরা কে কে থাকি ? আমি আমার ব্যাংকার স্বামী এবং আমার সাত বছরের একটি ছোট্ট পরী | মা হিসেবে আমি কেমন ? এই প্রশ্নের উত্তরটা মনে হয় আমার মেয়ে ভাল দিতে পারবে, তবুও বলি আমি চেষ্টা করি আমার মেয়েকে সময় দেয়ার ওকে শুধু ভালো স্টুডেন্ট বানানোর না , একজন স্বাবলম্বী মানুষ হিসেবে তৈরি করতে যদিও ওর বয়স মাত্র বছর | তবুও নিজের খাওয়াটা নিজে তৈরি করে নেয়া , নিজের চুল বাধা, নিজের ঘর গোছানো , নিজের কাপড় পরা , নিজের যা যা করণীয় কাজ নিজে করতে পারে এভাবেই আমি ওকে গড়ে তুলছি | আমার মেয়ে তার বেশিরভাগ সময় আমার মায়ের সাথে কাটায়, সুতরাং যেহেতু আমার মা খুব গুছানো ওই হিসেবেও আমার মেয়েটা বেশ গুছানো হয়ে বড় হচ্ছে |
কি ছাড়া আমার জীবন অচল ? কাজ ছাড়া আমার জীবন অচল, ব্যস্ততা ছাড়া আমার জীবন অচল, আমাকে কাজ করতে হবে ব্যস্ত থাকতে হবে , ব্যস্ত থাকলে হয়তো আমি ভালো থাকি এবং আমার কাছে জীবনটা সহজ মনে হয়| বন্ধুত্ব বলতে আমি কি বুঝি ? বন্ধুত্ব বলতে আমি বুঝি আমার ছায়া যে কখনোই আমাকে ছেড়ে যাবে না |অনেক বন্ধুর চেয়ে খুব অল্পসংখ্যক ভালো বন্ধু আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় আমার জীবনে বন্ধু সংখ্যা খুবই কম , তবে আমি জানি যারাই আমার বন্ধু তারা সবসময় আমার পাশে থাকবে| আমার জীবনের আদর্শ মানুষ কে ? আমার বাবা | আমার বাবার প্রতিটি কথা প্রতিটি চিন্তা প্রতিটি সিদ্ধান্ত আমাকে মুগ্ধ করে, আমি আমার বাবার মতো কতটুকু হতে পারব আমি জানিনা , তবে আমি যদি 20 ভাগ তার মত বলতে পারি শিখতে পারি বা ভাবতে পারি আমার মনে হয় আমার জীবন সার্থক হয়ে যাবে| জীবনে সুখী ভাবে বেঁচে থাকার জন্য কি প্রয়োজন ? আমার মতে জীবনে সুখী সুখী থাকার জন্য প্রয়োজন একটি মানুষের, যার সাথে কোন কথা বলতে ভাবতে হবে না , ভাবতে হবেনা আপনি কি বলছেন ভাবতে হবে না সে কি ভাবছে , এরকম ভাবনাহীন একটা সম্পর্কের প্রয়োজন|
জীবনে সুখী হওয়ার সংজ্ঞা কি? জীবনে সুখী হওয়ার কোন সূত্র নেই , তবে ছোট ছোট কিছু বিষয় আছে যেগুলো মেনে চললে হয়তো সুখে থাকা যায় , যেসব মানুষদের কে ছাড়া আমার জীবন চলবেনা তাদের ভুলগুলোকে না ধরা | জীবনে যা পেয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে , নিজেরা যতটুকু ইনকাম করি যতটুকুন ক্যাপাসিটি , নিজেদের তারমধ্যে জীবনকে ডিজাইন করতে হবে|
সুখে থাকাটা খুব বেশি কঠিন কিছু না , এটা এক ধরনের প্রাক্টিস |নিয়মিত প্র্যাকটিস করলেই সুখে থাকা যায়|
নিয়মিত প্র্যাকটিস করলেই সুখে থাকা যায়- নাহরীন চৌধুরী
Read Time:4 Minute, 30 Second