নৃত্যশিল্পী ও অভিনেত্রী মিম চৌধুরী এর জন্মদিন আজ

0 0
Read Time:1 Minute, 23 Second

রিফাত রাহুল খাঁন:২০১৩ সালে ম্যাঙ্গোলী নাচো বাংলাদেশ নাচো’র প্রথম রানার্স আপ হন ‘মিম চৌধুরী। নাচের পাশাপাশি অভিনয়েও বেশ প্রশংসিত হন। মাহফুজ আহমেদ এর সহযোগীতায় অভিনয়ে মিমের অভিষেক ঘটে। মাহফুজ আহমেদ এর পরিচালনায় ‘ সরীসৃপ’ নামের একটি টেলিছবিতে অভিনয় করেম তিনি। এ টেলিছবিতে মিম ‘রাহা’ চরিত্রে মাহফুজ আহমেদ এর বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তা পান। এছাড়া শামীম শাহেদ পরিচালিত ‘জোছনার আলোয় চাঁদ; মাহফুজ আহমেদ এর ‘কেবলই রাত হয়ে যায়’ ও উড়ালপঙ্খী’এবং এস এ হূমায়ূন কবিরের ‘ তিমিরে ফোটায় ফুল’টেলিছবিতে অভিনয় করেন। সাফিউদ্দিন সাফির পরিচালনায় ‘রেড ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। আজ তার জন্মদিন। জন্মদিন প্রসঙ্গে তিনি জানান; করোনার মহামারীতে কোন জন্মদিন পালন নয়। সকলে যেন সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি এটাই চাই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %