নৃত্য দিবসে সকল নৃত্য গুরুর প্রতি শ্রদ্ধা জানালেন বাংলাদেশে প্রথম বারের মত আয়োজিত অনলাইন ডান্স রিয়েলিটি শো ” স্বপ্নসিড়ি” র আয়োজক বৃন্দ

0 0
Read Time:3 Minute, 29 Second

শোবিজ ডেস্ক:আজ ২৯ শে এপ্রিল, বিশ্ব নৃত্য দিবস। প্রত্যেক বছর এই দিন এ সকল নৃত্য শিল্পী দের সব চেয়ে ব্যস্ততম দিন হয়ে থাকে। কিন্তু এই বছর সম্পুর্ন ব্যতিক্রম ভাবে এই দিবস টি পালিত হচ্ছে। ১ম রোজা ২য় করোনা ভাইরাস এর কারনে আমরা গৃহ বন্ধি।গৃহবন্ধি অবস্থায় সবাই যখন অস্থির, ঠিক তখন আমারা নৃত্য শিল্পী দের জন্য আয়োজন করলাম অনলাইন ডান্স রিয়েলিটি শো “স্বপ্নসিড়ি” ২০২০। যেখানে নৃত্য শিল্পী রা বাসায় থেকে নেচে আমাদের কে পাঠাতে পারবে। জেরসল্যাব নিবেদিত এবং ঢাকা মতিঝিল অর্কিড লিও ক্লাব আয়োজিত এই প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন চলবে ৩০ ই এপ্রিল পর্যন্ত।

প্রধান বিচারক হিসেবে থাকছেনঃ
১. এম.আর. ওয়াসেক ও
২. ওয়ার্দা রিহাব

অতিথি বিচারকের হিসেবে থাকছেন ঃ
মুনমুন আহমেদ,সিনথিয়া ইয়াছমিন ;রাজদীপ ব্যানার্জী,( কলকাতা) ও চাঁদনী। এছাড়াও ৮ বিভাগের ৮ টি বিচারক থাকছে।

১.সিলেট এর ” নীলাঞ্জনা জুই”
২. চট্টগ্রামের ” অনন্য বরুয়া”
৩. খুলনার ” এনামুল হক ”
৪. রংপুর এর ” আজাদ ”
৫. বরিশাল এর “মুরাদ”
৬.রাজশাহী এর “সোহাগ”
৭. ময়মনসিংহ এর ” মানস তালুকদার”
এবং
৮. ঢাকার ” বেনজীর সালাম

এই প্রতিযোগীতায় থাকছে ২টি গ্রুপ । গ্রুপঃ ক ( বয়সসীমা ৬ থেকে ১৩)
গ্রুপঃ খ (বয়সসীমা ১৪ থেকে ৩০)

এ প্রতিযোগিতায় যা যা থাকছে আরও:

১.আমরা আমাদের এই প্রতিযোগিতা ৪ টি পর্বে পরিচালনা করবো।
ক. ১ম পর্ব ইচ্ছে স্বাধীন।
খ. ২য় পর্ব লোক নৃত্য ও সৃজনশীল নৃত্য।
গ.৩য় পর্ব শাস্ত্রীয় নৃত্য ( যেকোনো) অথবা আধুনিক(Modern) যেকোনো ১টি বাধ্যতামূলক।
ঘ.৪র্থ পর্ব নাচ দিয়ে গল্প বলা।( তখন বলে দেওয়া হবে)
২.সারা বাংলাদেশ থেকে ১ম পর্বে ৩০ জন বাছাই করা হবে।
২য় পর্বে ১৫ জন। ৩ য় পর্বে ৭ জন। ৪র্থ সেরা ৭ থেকে ১ম,২য়,৩য় করা হবে।
৩. বিচারকগনের নম্বর দেখানো হবে।
৪.প্রধান ২ বিচারকগন সহ ২য় পর্বে ৮ টি বিভাগের ৮জন বিচারক থাকছে এবং বাংলাদেশ ও ভারতের সনামধন্য নৃত্য শিল্পীরাও অতিথি বিচারকের দায়িত্ব পালন করবেন এছাড়াও তরুণ প্রজন্মের নৃত্য শিল্পীর মধ্যে ১০ জন থাকছে বিচারকা প্যানেলে ।
৫. ১ম,২য়,৩য় স্থানকারীদের জন্য থাকছে স্বর্ন, রোপ্য, এবং ব্রোঞ্চ পদক সহ একাধিক পুরস্কার।
রেজিষ্ট্রেশন এর জন্য ভিজিট করতে হবে “স্বপ্নসিড়ি ” ২০২০ এর অফিসিয়াল পেইজ এ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %