নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র জিহাদুল ইসলাম ওরফে তাওহীদের (১৩) মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১৫ জুলাই উপজেলার চরজব্বার ইউনিয়নে আবদুল্লা মিয়ারহাট বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জিহাদুল ইসলাম ও তার দুই বন্ধু আহত হয়।
জিহাদুল আবদুল্লা মিয়ারহাট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল এবং ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামের মোহাম্মদ আরিফের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ জুলাই বিকেলে দুই বন্ধুকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জিহাদুল ও তার দুই বন্ধু আহত হয়।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানকার চিকিৎসকদের পরামর্শে রাতে জিহাদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অপর দুজনকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। এর মধ্যে জিহাদুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন ছিল।
সুবর্ণচরের চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস বর্তমান কাগজকে বলেন, জিহাদুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই জিহাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।