নড়াইলের সকল ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার দায়িত্ব নিলেন

0 0
Read Time:2 Minute, 16 Second

নড়াইলের সকল ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার দায়িত্ব নিলেন মাশরাফি

২০০১ সালের পর আবারো সারাদেশে মহামারী আকার ধারণ করেছে সম্প্রতি এডিস মসার কামড়ে ডেঙ্গু জ্বর। এমতাবস্থায় নিজের নির্বাচনী এলাকায় ডেঙ্গু আক্রান্ত সকল রোগীদের চিকিংসার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তুজা।

মঙ্গলবার সচিবালয়ে স্বাস্হ্যমন্ত্রণালয়ে গিয়ে এসব কথা উল্লেখ করেন মাশরাফি। সেই সাথে তার এলাকার হাসপাতারের উন্নয়ন করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। মাশরাফি বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা সকলের পাশে আমি আছি। তাদের চিকিৎসার দায়িত্ব আমার। সংসদ সদস্য হিসেবে এলাকার জনগণের পাশে থাকা আমার দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করে যাচ্ছি।’

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করার আহ্বানও জানিয়ে মাশরাফি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করার কাজ করে যেতে হবে। দেশের জন্য সবাই যদি একসঙ্গে কাজ করে যেতে পারি তবে খুব দ্রুতই আমরা ডেঙ্গুসহ যেকোনো সমস্যার বিরুদ্ধে জয়ী হতে পারবো।’

দেশের জাতীয় একটি দৈনিকের খবর অনুযায়ী বর্তমানে দেশের ৫ টি জেলা ছাড়া সব জেলাতেই ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে। স্বাস্হ্য অধিদপ্তরের তথ্য মদে নড়াইলে ২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %