নয়ন বন্ডের বাড়িতে স্বর্ণসহ সাড়ে ৭ লাখ টাকার মালামাল চুরি

0 0
Read Time:1 Minute, 53 Second

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত নয়ন বন্ডের বাসায় ১২ ভরি স্বর্ণসহ সাড়ে সাত লাখ টাকার মালামাল চুরি হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) গভীর রাতে বরগুনা পৌরসভার ৭ নং ওয়ার্ডের ডিকেপি রোডের বাসায় এ ঘটনা ঘটে। শুক্রবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বাড়ির মালিক নয়ন বন্ডের মা শহিদা বেগম জানান, আমার বড় ছেলে বিদেশ থেকে আসার পরে আমরা বাপের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। শুক্রবার সকালে ভাড়াটিয়ারা মোবাইল ফোনে চুরির খবর জানায়।

তিনি বলেন, ‘ঘরে এসে সব কিছু এলোমেলো দেখতে পাই। বাসার সবকিছু খোঁজার পর আলমারি থেকে নগদ ৫৪ হাজার টাকা, কানের ঝুমকা দুই জোড়া, কানের রিং একটি, গলার হার একটি, মাথার টিকলি একটি, হাতের রুলি এক জোড়া, চেইন একটি, তিনটি স্বর্ণের আংটিসহ প্রয়োজনীয় কাগজপত্রসহ সাড়ে সাত লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে।’

সংঘবদ্ধ একটি চক্র বাসার তালা ভেঙে ঘরে প্রবেশ করে চুরি করেছে। এ ঘটনায় বরগুনা সদর থানায় একটি অভিযোগ করেন নয়নের মা শহিদা বেগম।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %