রিফাত রাহুল খাঁন:এখন পবিত্র রমজান মাস। সব মুসলমানই চেষ্টা করেন রোজা রাখতে। তারকাদের রোজা নিয়ে ভক্তদের অনেক কৌতূহল। অনেকেই মনে করেন মিডিয়াতে কাজ করা তারকারা ধর্ম কর্ম করেন না, রোজা রাখেন না।কিন্তু এটি ভুল ধারণা। সব তারকাই যার যার ধর্ম পালন করে থাকেন। মুসলিম তারকারাও রোজা রাখেন। রোজা নিয়ে শুটিং করেন, ব্যস্ত থাকেন নানা রকম কাজে। আর সবার মতো তাদেরও আছে রোজা রাখার অনেক মজার স্মৃতি। যা ফেলে আসা শৈশবে পড়ে আছে সোনালি স্মৃতি হয়ে। তাদের ভিড়ে জানালেন অভিনেত্রী নিশাত প্রিয়ম। ভক্তদের জন্য যা তুলে ধরা হয়েছে বাংলানিউজপি এর বিনোদন প্রতিবেদনে-
ছোট ও বড়বেলার রমজানের কি পার্থক্য দেখেন এ প্রসঙ্গে নিশাত প্রিয়ম জানান- ছোটবেলার রমজান আর এখনকার রমজান দুটোই ভালো লাগে। পরিবারেরসাথে ১/২ টা রোজা রাখতাম খুব কষ্ট করে। ইফতার করতাম; সাহরি করতাম।ঈদের সময় নতুন জামা-কাপড় পড়ে ঘুরে বেড়াতাম। আর বড়বেলায় ৩০ টি রোজা রাখার চেস্টা করি। ছোটবেলায় প্রথম ৫/৬ বছর বয়সে রোজা রেখেছিলাম। রোজা রেখে একদিন আযান দেওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েছিলাম। প্রথম সেহরি প্রসঙ্গে তিনি জানান; সেহরি কৌতূহলবশত মনে হত অনেক সুস্বাদু ব্যতিক্রম খাবার । দেশবাসীর জন্য এবারের রমজান উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা প্রসঙ্গে তিনি জানান; আপনারা সকলে বাসায় থাকুন; নিরাপদে থাকুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। এমন অনেক আছে কোন বাসা বা এলাকায় করোনা রোগী চিহ্নিত হলে তাদের পরিবার বা আত্মীয় স্বজনকে নিরবিচ্ছিন্ন করা হয়েছে। করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যু করোনা রোগীকে ঘৃণা না করি। রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরী করে এমন ফলমূল ইফতারে খেতে চেস্টা করি। সব সময়ই আল্লাহ যেন আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন সেই প্রার্থনা করছি। আমরা যেন বাজার থেকে আনা শাকসবজি ও মাছ-মাংস ভালোভাবে রান্না করে খাই।
আমাদের যার যার সামর্থ্যানুযায়ী ততটুকু দিয়েই গরীব -অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াই। নিয়মিত নামাজ আদায় করি। আল্লাহ’র কাছে ক্ষমা চাই। নিজেরা সুস্থ থাকতে চেষ্টা করি।এবারের ঈদটা সবার জন্যই একটু ভিন্নধর্মী। আমরা যেন অনেক বেশী কেনা -কাটা না করে সেই টাকাটা কোন অসহায় মানুষকে দিই. যাতে তার অন্তত ১ মাসের বাজার হয়ে যাবে। এভাবে যদি আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি; সেটা আরও বেশি আনন্দের হবে। আমরাও কিছু ভালো খেলাম; তারাও ভালো খেতে পারলো। আমরা সকলেই ভালো থাকলাম। যদি অবস্থার পরিবর্তন হয় নতুনভাবে শপিং করে অনেক ঈদ পালন করা যাবে; এবার না হয় একটু ভিন্ন করলাম।
“পরিবারকে সময় দিই; অসহায়দের পাশে দাঁড়াই”: নিশাত প্রিয়ম
Read Time:3 Minute, 54 Second