জামিন পাননি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। দুই দফা রিমান্ড শেষে গত শুক্রবার তাকে পাঠানো হয়েছে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে। আলোচিত এই নায়িকাকে আইনি সহায়তা দিতে এগিয়ে এসেছেন ঢালিউডের অভিনয়শিল্পী আমান রেজা। তিনি পেশায় একজন আইনজীবী। পরীমনির প্রধান আইনজীবী মুজিবর রহমানের দলের আট সদস্যের মধ্যে তিনিও একজন।
দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে পরীমনিকে শুক্রবার আদালতে হাজির করা হয়। এদিন পরীমনির পক্ষের আইনজীবী মুজিবর রহমান তার জামিনের আবেদন করেন। তবে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল জামিন আবেদন নামঞ্জুর করে পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অভিনয়শিল্পী ও আইনজীবী আমান রেজা এ ব্যাপারে বলেন, “পরীমনি একজন অভিনয়শিল্পী ও নারী। তার জামিন পাওয়ার আইনগত অধিকার রয়েছে। আমরা চাই তার জামিনটা যেন শিগগিরই হয়। যদি তিনি অপরাধী প্রমাণিত হন তাহলে শাস্তি পাবেন। তবে তার জামিন পাওয়ার অধিকার আছে।”
তিনি আরও বলেন, “শুধু পরীমনি নয়, আমার দায়িত্ব হচ্ছে একজন আইনজীবী হিসেবে সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আইনগত সহায়তা করা। আমি শুধু পরীমনি না, চলচ্চিত্র জগতের অনেক পরিচালক ও অভিনয়শিল্পীদের মামলা পরিচালনা করেছি।”
শুটিংয়ের ফাঁকে ফাঁকে আইন পেশাটা পরিচালনা করেন জানিয়ে আমান রেজা বলেন, “পরীমনির শুনানির প্রথম দিন ঢাকার বাইরে থাকায় শুনানিতে অংশগ্রহণ করতে পারিনি। তবে শুক্রবার জামিন শুনানিতে অংশগ্রহণ করতে পেরে বেশ ভালো লেগেছে। একজন সহকর্মী, সহযোদ্ধা ও আইনজীবী হিসেবে তার পাশে দাঁড়াতে পেরে বেশ ভালো লাগছে।”
আমান রেজা হলেন একজন চলচ্চিত্র অভিনেতা ও আইনজীবী। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে এলএলএম পড়ছেন। তার বাবা আবু নাসের একজন ব্যবসায়ী। মা জাহানারা বেগম অবসরপ্রাপ্ত একজন জেলা জজ।
২০০৮ ফটোগ্রাফার এল কে লিটনের মাধ্যমে প্রযোজক গোলাম মোরশেদের সঙ্গে পরিচয় হয় আমান রেজার। তারপর পরিচালক হাফিজ উদ্দিনের ‘সেই তুফান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। প্রথম অভিনীত চলচ্চিত্র সেই তুফান হলেও মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি রেজা লতিফের ‘ভালোবাসার শেষ নেই’। ২০১৩ সাল পর্যন্ত প্রায় ২৯টি চলচ্চিত্রে অভিনয় করলেও মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ১২টি।
তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- চালবাজ, স্টোরি অব সামারা, প্রেমী ও প্রেমী, প্রেমিক নাম্বার ওয়ান, বাজারের কুলি, বস্তির ছেলে কোটিপতি, কাজের মানুষ নায়ক ইত্যাদি।