পরীমনি বললেন, আমার ডানা বেড়ে গেল

0 0
Read Time:3 Minute, 40 Second

রাজ-পরীমনির সন্তান ‘রাজ্যে’র বয়স তিন দিন। সন্তান জন্মের পর থেকে রাজধানীর একটি হাসপাতালে আছেন পরী। বাচ্চার পাশে দারুণ সময় কাটছে এই তারকা দম্পতির।
শনিবার দুপুরে রাজ বর্তমান কাগজকে বলেন, ‘বাচ্চা ও পরী এখন সম্পূর্ণ সুস্থ আছে। হাসপাতালের বিশেষ কেবিনে আছে। আমি, আমার মা, সন্তান ও পরীর সঙ্গে থাকছি। এর বাইরে চিকিৎসক কাউকে অ্যালাউ করছেন না। ছোট্ট বাচ্চা তো, এ জন্য সাবধানতা অবলম্বন করেই আমরা থাকছি।’

রাজ জানালেন, পরীমনি সারাক্ষণ বাচ্চাকে আগলে রেখেছে। এক সেকেন্ডও চোখের আড়াল হতে দিচ্ছে না। এই অভিনেতা বলেন, ‘গত নয়-দশ মাস পরীমনি অনেক কষ্ট করেছে, অনেক ধৈর্য ধরেছে। আমার শুটিং, আমার সিনেমা মুক্তি—সব ম্যানেজ করেও আমি এত দিন তাঁর কষ্ট ভাগাভাগি করতে ছায়ার মতো পাশে থাকার চেষ্টা করেছি। পরী এখন তাঁর নিজের মতো করে সন্তানের সঙ্গে সময় সেলিব্রেট করছে।’

পরীমনি বললেন, আমার ডানা বেড়ে গেল

সন্তান জন্মের পর স্বামী রাজের সঙ্গে প্রথম কী কথা হয়েছিল পরীর?—জানতে চাইলে রাজ বলেন, ‘হাসিমাখা মুখে আমাকে তাঁর প্রথম কথা ছিল, ‘‘এত দিনের জার্নি শেষ হলো। আমি এখন একজন গর্বিত মা। আমার ডানা বেড়ে গেল। এখন আরও ভালোভাবে আকাশে উড়তে পারব।’’ ওই সময় আমি অনেকটাই আবেগময় হয়ে পড়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘পরীমনি মাঝেমধ্যে বলছে, তার নাকি এখনো বিশ্বাস হচ্ছে না, তার সন্তান পৃথিবীতে এসেছে। সে একজন মা হয়েছে। বাচ্চা ও মা পাশাপাশি শুয়ে থাকার এত সুন্দর দৃশ্য দেখে মাঝেমধ্যে তার মনে হয় স্বপ্ন দেখছে।’

সমুদ্রে রাজ ও পরীমনি
সমুদ্রে রাজ ও পরীমনি

এদিকে একদিকে সিনেমার সাফল্য, অন্যদিকে সন্তানের বাবা হওয়ার আনন্দে রাজ উৎফুল্ল। বলেন, ‘আমি তো খুশির ঠেলায় তিন দিন ধরে ঠিকমতো ঘুমাতেই পারছি না। ঘুম হচ্ছে না আমার। সারাক্ষণ সন্তানের কথা মাথায় খেলা করছে। বাচ্চা হওয়ার পরপর সেই (অপারেশন থিয়েটার) ওটি থেকে শুরু করে এখনো পর্যন্ত সন্তান ও পরীর সঙ্গেই আছি।’

পরীমনি ও শরিফুল রাজ
পরীমনি ও শরিফুল রাজ

 

কয়েক দিনের মধ্যেই পরী ও সন্তানকে বাসায় নেওয়ার কথা জানালেন রাজ। বলেন, ‘আজ শনিবার বিকেলে ডাক্তার পরী ও সন্তানের সর্বশেষ পরিস্থিতি দেখবেন। এরপর কবে বাসায় নেওয়া যাবে, জানাবেন। তবে হয়তো আরও দু-তিন দিন থাকতে হতে পারে।’
১০ অক্টোবর বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ছেলেসন্তান জন্ম দেন চিত্রনায়িকা পরীমনি। পরের দিন পরী তাঁর ফেসবুক পেজে জানিয়ে দেন ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *