শোবিজ ডেস্ক:করোনাভাইরাস প্রকোপে ঘরবন্দি মানুষের জন্য নতুন ধরনের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন শান্তা রহমান। ঈদের আগ পর্যন্ত প্রতি শুক্রবার পাঁচ জন রন্ধন শিল্পীকে নিয়ে সরাসরি আড্ডায় সঞ্চালন করবেন তিনি। আড্ডার মাঝেই রান্না করবেন অতিথিরা। ব্যতিক্রমধর্মী এ আয়োজন শুরু হচ্ছে আজ (৮ মে) রূপচাঁদার ফেসবুক পেজে রাত ৯টায়।শান্তা এ বিষয়ে বলেন, ভিন্ন মাত্রার এ অনুষ্ঠানের মাধ্যমে দর্শক রান্নার নানা কৌশল সরাসরি জানতে পারবে। প্রতি সপ্তাহে নতুন নতুন অতিথি নতুন পদ রান্না করে দেখাবেন। আশা করছি দর্শকের কাছে আয়োজনটি ভালো লাগবে।জানা গেছে প্রতি শুক্রবার এ সরাসরি আড্ডা ফেসবুক পেজে প্রচার করা হবে। রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত আড্ডা চলবে।প্রসঙ্গত, শান্তা রহমান চ্যানেল আইতে বিজনেস শো ‘সিটি আলো আলোকিত নারী’ উপস্থাপনা করেন। এ ছাড়াও বিভিন্ন চ্যানেলে নানান অনুষ্ঠান উপস্থাপনার ব্যস্ততা আছে তার।
পাঁচ রাঁধুনীর সাথে লাইভে শান্তা রহমান
শোবিজ ডেস্ক:করোনাভাইরাস প্রকোপে ঘরবন্দি মানুষের জন্য নতুন ধরনের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন শান্তা রহমান। ঈদের আগ পর্যন্ত প্রতি শুক্রবার পাঁচ জন রন্ধন শিল্পীকে নিয়ে সরাসরি আড্ডায় সঞ্চালন করবেন তিনি। আড্ডার মাঝেই রান্না করবেন অতিথিরা। ব্যতিক্রমধর্মী এ আয়োজন শুরু হচ্ছে আজ (৮ মে) রূপচাঁদার ফেসবুক পেজে রাত ৯টায়।শান্তা এ বিষয়ে বলেন, ভিন্ন মাত্রার এ অনুষ্ঠানের মাধ্যমে দর্শক রান্নার নানা কৌশল সরাসরি জানতে পারবে। প্রতি সপ্তাহে নতুন নতুন অতিথি নতুন পদ রান্না করে দেখাবেন। আশা করছি দর্শকের কাছে আয়োজনটি ভালো লাগবে।জানা গেছে প্রতি শুক্রবার এ সরাসরি আড্ডা ফেসবুক পেজে প্রচার করা হবে। রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত আড্ডা চলবে।প্রসঙ্গত, শান্তা রহমান চ্যানেল আইতে বিজনেস শো ‘সিটি আলো আলোকিত নারী’ উপস্থাপনা করেন। এ ছাড়াও বিভিন্ন চ্যানেলে নানান অনুষ্ঠান উপস্থাপনার ব্যস্ততা আছে তার।