রিফাত রাহুল খাঁন:গতকাল রাজধানী বনানীর ১১ নং সংলগ্ন পিয়া’স বিউটি এসেন্সিয়ালস মেকওভারে তানিয়া হোসেন জেসমিন এর মূলভাবনা ও ধারণায় ব্রাইডাল ফটোশুটে অংশ নেন সাফিনা আহমেদ তরী। দুটো শুটে অংশ নিন তিনি। একটা ব্রাইডাল এবং অপরটি হাইট ফ্যাশন এর শুট। স্থির চিত্রগ্রাহক ছিলেন শাহাদাত গফুর ( শাহাদাত গফুর ফটোগ্রাফি)। ও পোশাক পার্টনার জনপ্রিয় ব্যবসা সফল ব্রান্ড “আঞ্জারা”; জুয়েলারি পার্টনার ছিল পার্ল কিংডম।
এ প্রসঙ্গে তরী জানান; ব্রাইডাল শুটে অংশ নিয়ে বেশ ভালো লাগছে। অত্যন্ত স্বাচ্ছন্দ্যবোধ করছি কাজটি সম্পূর্ণ করে। উল্লেখ্য; সাফিনা আহমেদ তরী দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন আরটিভির সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করছেন দীর্ঘদিন যাবত। এছাড়া সংবাদ উপস্থাপনার পাশাপাশি শখের বশে মডেলিং এ অংশ নিয়েছেন। এ কাজটাও করতে বেশ ভালো লাগে তার। প্রসঙ্গত তরী কিছুদিন আগে দেশি ফ্যাশনের সবচেয়ে বড় আয়োজন ‘ট্রেসেমে বাংলাদেশ ফ্যাশন উইক ২০২০’-এর দ্বিতীয় আসরে ফ্যাশন মডেলদের সাথে অংশ নিয়েও বেশ প্রশংসিত হয়েছিলেন।