রিফাত রাহুল খাঁন:ক্লোজআপওয়ান তারকা সংগীতশিল্পী ও লেখিকা সাজিয়া সুলতানা পুতুল। গত বছর আজকের এই দিনে (২০মার্চ)স্বামী নূরুল ইসলাম পাপ্পুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আজ তাদের ১ম বিবাহবার্ষিকী। আজকের এই দিনটির কথা বলতে গিয়ে ১ বছরের বিবাহ জীবন সম্পর্কে তিনি স্টার নিউজ এজেন্সীকে মুঠোফোনে বলেন; প্রথমমত সময়খুব দ্রুত চলে গেছে, একেবারেই অনুভব করতে পারার আগেই। কারণ আমাদের একসঙ্গে থাকা হয়েছে খুব কম সময়। আমরা দুজনই দুজনের কাজের জায়গায় এতবেশী ব্যস্ততার মধ্য দিয়ে গেছি একদমই খেয়াল করতে পারিনি। আর এখনও যেহেতু তথাকথিত ‘সংসার’ শুরু করা হয়নি। আর দূরে থাকার কারণে মায়া একটু বেশীই কাজ করে। বর্তমানে সারাবিশ্ব করোনা ভাইরাসের আতঙ্ক বিরাজ করছে। আর আমার বর যেহেতু যুক্তরাজ্য আছে। তাদের ঔখানে এ ভাইরাসের প্রকোপটা একটু বেশী। তাই বেশী চিন্তিত। সংসার জীবনে আমি আমার সংসার-সঙ্গীকে বেশী প্রাধান্য দিতে চাই। সবসময় আমার চাওয়া ছিলো আমি যেনো ঠিক তেমনটাই বিয়ের পরবর্তী জীবনেও থাকতে পারি যেমনটা একক জীবনে ছিলাম। এটাও অনেক বড় একটা চ্যালেঞ্জ। বেশীরভাগ ক্ষেত্রেও দেখা যায়; বিয়েরপর ছেলে মেয়ে উভয়েই পরিবর্তিত হয়, এবং সেই পরিবর্তনটা অনিচ্ছায় আসে, চাপে পড়ে আসে। আমি বিয়ের পরও আমার মতোই থাকতে পারছি, একেবারেই নিজের স্বাধীন সত্তা নিয়ে। বিয়েরপর বরং আমার কাজের পরিমাণ বেড়েছে, এজন্য কৃতজ্ঞতা আমার সঙ্গীর প্রতি। কারণ সে আমার কাজের গুরুত্ব বোঝে এবং এগিয়ে চলতে উৎসাহ দেয়। এটা সৌভাগ্যের ব্যাপার। কেননা; আমি আমার মত করেই ব্যক্তিজীবন আর কর্মজীবনের ভারসাম্যটা রাখতে পারছি। উল্লেখ্য, এবার অমর একুশে গ্রন্থমেলায় তাম্রলিপি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তার পুতুলকাব্যিক উপন্যাস ‘কালো গোলাপের ভিতর থেকে উৎসারিত আলোবৃত্তান্ত’। এটি পুতুলের পঞ্চম বই।এর আগে ২০১৬ সালে পুতুল ‘পুতুল কাব্য উপক্রমনিকা (কাব্যগ্রন্থ)’, ২০১৭ সালে ‘পুতুলকাব্য দ্বিতীয় অধ্যায় (কাব্যগ্রন্থ)’, ২০১৮ সালে ‘একটি মনস্তাত্বিক আত্মহনন এবং তার পুতুলকাব্যিক প্রতিবেদন (উপন্যাস)’ এবং ২০১৯ সালে পুতুলকাব্যিক উপন্যাস ‘জ্যোৎস্নরাতে বনে যেভাবে আমাদের যাওয়া হয়ে উঠে না’ প্রকাশ করেন।
পুতুলবিয়ের একবছর
Read Time:3 Minute, 20 Second