পুরান ঢাকার কাহিনী অবলম্বনে -“আব্বাস”

0 0
Read Time:2 Minute, 16 Second

‘আব্বাস’- সাইফ চন্দনের পরিচালনায় সিনেমাটিতে আব্বাস চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। গত ৫ জুলাই দেশের ৩৭টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। আজ সোমবার ৮ জুলাই কয়েকটি প্রেক্ষাগৃহে খোঁজ নিয়ে জানা যায়, বেশ ভালোই ব্যবসা করছে সিনেমাটি। শুধু ব্যবসায় নয়, ‘আব্বাস’ উপভোগকারী দর্শকরা রীতিমতো মেতে উঠেছেন নিরবের প্রশংসায়।

এদিকে প্রেক্ষাগৃহ মালিকদের মধ্যেও অনেকেই দাবি করছেন এর আগে নিরবের অন্য কোনো সিনেমা এমন ব্যবসা করেছে কিনা সেটা জানা নেই। বৃষ্টি উপেক্ষা করেও দর্শক যেভাবে সিনেমাটি উপভোগ করছেন তাতে সত্যিই অবাক হয়েছেন হল মালিকরা।

‘আব্বাস’ যে দর্শকদের ভালো লাগবে সেটা শুটিং চলা অবস্থাতেই আন্দাজ করতে পেরেছিলেন সিনেমাটি সংশ্লিষ্ট সবাই।

‘আব্বাস’-এর প্রধান সহকারী পরিচালক অনিক বলেন, ‘সিনেমাটির শুটিং চলা অবস্থায় নিরব অনেক কষ্ট করেছেন। যার ফল এখন দিচ্ছেন দর্শকরা। সর্ব স্তরের দর্শক সিনেমাটির প্রশংসা করছেন। এটা সত্যিই পুরো ইউনিটের জন্য বিশাল এক পাওয়া। এদিকে সিনেমাটির পেছনের অনেক গল্পই হয়তো কারো জানা নেই। একটি ঘটনা শেয়ার করতে চাই। ঘটনা বললে হয়তো ভুল হবে। দুর্ঘটনাও বলা যেতে পারে। পুরান ঢাকার একটি বাড়ির সাদে চলছিল ‘আব্বাস’-এর শুটিং। শুটিং চলা অবস্থায় উঁচু সাদের ওপর থেকে হঠাৎ নিচে পড়ে যেতে গিয়েছিলেন নিরব। একটুর জন্য বড় ধরণের ক্ষতি থেকে সেদিন রক্ষা পেয়েছিলোম। সেদিনের সে ঘটনা সত্যিই ভোলার নয়।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %