শোবিজ ডেস্ক: বর্তমান প্রজন্মের অন্যতম অভিনেত্রী শারমিন আঁখি ।ঘরবন্দী’র এই দিনগুলোতে শারমিন আঁখি অভিনয় করেছেন ‘ছোট্টপুটি’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এটি নির্মাণ করেছেন রাহাত কবির। ধারাভাষ্য বর্ণণার মধ্যদিয়ে একুরিয়ামে বন্দী ছোট্টপুটি’র গল্প উঠে এসেছে আট মিনিটেরও বেশি ব্যাপ্তির এই চলচ্চিত্রে। চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফি করেছেন রাহাত কবিরই। ধারাভাষ্য বর্ণনা করেছেন শারমিন আঁখি নিজেই। শারমিন আঁখি বলেন,‘ আমাদের বেঁচে থাকাকে কখনো কখনো কঠিন করে তুলছে এই সময়টা। বেঁচে থাকার সব চেষ্টা কী আমরা বুঝে করছি? নাকী নিজে বাঁচতে গিয়ে বাকীদের বেঁচে থাকাটাও হুমকির মুখে ফেলে দিচ্ছি। এমনই একটা অস্থির সময়ের মধ্যদিয়ে যাচ্ছি আমরা। তব্ওুতো আমরা আশাবাদী। প্রতিদিন আশায় বুক বাঁধি। আর নতুন একটা সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন দেখি। তাহলেই মিলবে মুক্তি। আর বাকীটা না হয় দর্শক ছোট্টপুটি’র গল্পে দেখবেন দর্শক।’ শারমিন আঁখি জানান ‘নির্মাতা চাটগাঁ’ ইউটিউবে চ্যানেলে চলচ্চিত্রটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি।