রিফাত রাহুল খাঁন: জনগণ; সম্প্রদায় এবং সমাজের জন্য বাংলাদেশকে আর্থিক সম্ভাব্যতা অর্জনে সহায়তা করতে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের পৃষ্ঠপোষকতায় আজ প্রথমবারেরমত অনুষ্ঠিত হলো ‘ বাংলাদেশ ফিনটেক সামিট ২০১৯’। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এ সম্মেলনে সারাদেশ থেকে প্রায় তিন শতাধিক আর্থিক পেশাদার অংশগ্রহণ করেন। এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘ জনগণের জন্য আর্থিক ভবিষ্যৎ রূপদান”। সম্মেলনের উদ্দেশ্যে ছিল ফিনটেক প্রতিষ্ঠানগুলোর জন্য এমন একটি মঞ্চ তৈরী করা যেখানে তারা তাদের সাফল্য; ব্যর্থতা ও উঠে দাঁড়ানোর গল্পগুলো ভবিষ্যৎ উদ্যোক্তাদের সাথে শেয়ার করতে পারবেন এবং তাদেরকে উদবুদ্ধ করতে পারবেন। বাংলাদেশ ফিনটেক সামিটের প্রথম সংস্করণে দেশীয় ও আন্তর্জাতিক ফিনটেক বিশেষজ্ঞদের দ্বারা চারটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয় পাশাপাশি ; সম্মেলন পাঁচটি প্যানেল আলোচনা ;একটি ইনসাইট সেশন; একটি কেস স্টাডি প্রেজেন্টেশন এবং দুটি ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্ভোধনী বক্তব্যে ডেলয়েট সাউথ এশিয়ার আর্থিক পরিসেবা শিল্পের প্রধান সঞ্জয়দও বলেন; ” ফিনটেকগুলি পরিবর্তিত হয়েছে যে কিভাবে আর্থিক পরিসেবাগুলো কাঠামোবদ্ধ ; প্রস্তুত এবং ভোগ করা হচ্ছে ; তারা ভবিষ্যৎ উদ্ভোধনের ভিওি স্থাপন করেছে এবং গতিবেগ স্থাপন করেছে যার ফলে আগত আর্থিক সংস্থাগুলো গ্রাহকের প্রত্যাশাকে সাড়া দিতে হবে। ” এছাড়াও সম্মেলনের বক্তাদের মধ্যে ছিলেন মো. আবুল কালাম আজাদ ; প্রিন্সিপাল কো-অর্ডিনেটর; সাসটেইনেবল ডেভলপমেন্ট গোলস( এসডিজি) কার্যক্রম প্রধানম নত্রীর কার্যালয়; গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কীভাবে শিল্পখাতকে নতুন আঙ্গিকে আকৃতি দেয় এ আলোচনার মধ্যে দিয়ে দিনব্যাপী অলোচনার মধ্য দিয়ে উপস্থাপিকা সাফিনা আহমেদ তরীর উপস্থাপনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এ অনুষ্ঠানের আয়োজনে ছিল এটুআই ও সিটিব্যাংক লি:।
ছবি: সংগৃহীত