প্রধানমন্ত্রীর ত্রাণে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স

0 0
Read Time:1 Minute, 52 Second

 ত্রাণ কার্যক্রমে করোনাকালে অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সামান্য অপরাধ করলেও কেউ রেহাই পাচ্ছেন না সরকার কঠোর অবস্থানে আছে বলেই জানিয়ে কাদের বলেন, ইতোমধ্যে সব অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক আইনগত,  ও দলীয় ব্যবস্থা গ্রহণ করাই তার প্রমাণ

সকালে মঙ্গলবার (১২ মে) রাজধানীতে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

বিগত একদশকে বাংলাদেশ যেই অর্থনৈতিক সমৃদ্ধি ও সক্ষমতা অর্জন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার কারণেই এ সংকটকালে ,এত বিপুল পরিমাণ প্রণোদনা ও ত্রাণ সহায়তা প্রদান সম্ভব হচ্ছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

কাদের বলেন, করোনা পরিস্থিতির কারণে চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রোগী দেখা ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা সেবা সীমিত হয়ে পড়েছে। এতে সাধারণ রোগীরা অন্যান্য রোগের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

প্রতিদিন স্বাস্থ্যবিধী মেনে এবং সুরক্ষা সামগ্রী ব্যবহার করে সামান্য সময়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %