রিয়েল লাইফে সম্পর্কটা স্বামী-স্ত্রীর। কিন্তু রিল লাইফে প্রাক্তন প্রেমিক-প্রেমিকার অভিনয় করতে হবে। এই চ্যালেঞ্জই এ বার নেবেন সইফ আলি খান এবং করিনা কপূর।
বলিউড সূত্রে খবর, পরিচালক হিসেবে নিতিন কক্করের ডেবিউ ছবি ‘জওয়ানি জানেমন’-এ প্রাক্তন প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করবেন সইফ-করিনা। নাম প্রকাশে অনিচ্ছুক এ ছবির সঙ্গে জড়িত এক ব্যক্তি বলেন, ‘‘করিনার চরিত্রটি সম্ভবত সইফের প্রাক্তন স্ত্রী বা প্রেমিকার। ক্যামিও চরিত্রে অভিনয় করবেন।’’ এই ছবিতে মূলত বাবা-মেয়ের গল্প বুনেছেন নিতিন। বাবার ভূমিকায় দেখা যাবে সইফকে এবং মেয়ের ভূমিকায় পূজা বেদির মেয়ে আলাইয়াকে দেখা যাবে। ইতিমধ্যেই লন্ডনে শুটিং শুরু করেছেন সইফ-আলাইয়া। ভারত-পাক ম্যাচ দেখতেও মাঠে হাজির হয়েছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় সে ছবি শেয়ার করেন আলাইয়া। আর দিন কয়েকের মধ্যেই শুটিং ইউনিটের সঙ্গে যোগ দেবেন করিনা।