0
0
Read Time:1 Minute, 26 Second
দেশের অন্যতম পর্যটন গন্তব্য মৌলভীবাজার আবার যেন প্রাণ ফিরে পেতে শুরু করেছে। ছুটির দিনগুলোতে জেলার বিভিন্ন স্থান পর্যটকে মুখর। প্রতি বছর শীত মৌসুমে হাজারো পর্যটক ভিড় করলেও করোনার কারণে গত দুই বছর তেমন একটা পর্যটক ছিল না। সম্প্রতি বদলে যেতে শুরু করেছে সেই চিত্র।
মৌলভীবাজারে এখন দুটি ফাইভ স্টার মানের হোটেলও আছে- দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা ও শ্রীমঙ্গল উপজেলার গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ। এছাড়াও জেলায় প্রায় দু-শতাধিক ছোট-বড় হোটেল, রিসোর্ট, ইকো-রিসোর্ট তো আছেই।
জেলায় পর্যটকদের প্রধান আকর্ষণ চা বাগান। এছাড়া আছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, শ্রীমঙ্গল বধ্যভূমি একাত্তর, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধ, কলাবন, হামহাম জলপ্রপাত, মাধবকুন্ড জলপ্রপাত, বাইক্কা বিল হাওর, হাকালুকি হাওর এবং লাউয়াছড়া জাতীয় উদ্যান।