শোবিজ ডেস্ক:পবিত্র সিয়াম সাধনার মাস রমাদান উপলক্ষে এবিডি মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশ পেলো তরুন সঙ্গীত শিল্পী প্রিন্স মামুনের ইসলামিক গানের লিরিক্যাল ভিডিও ‘এই মাহে রমজান’ ।বহুল জনপ্রিয় এই ইসলামীক গানটির সংগ্রহীত কথায়, বিশিষ্ট সঙ্গীত পরিচালক আমজাদ হাসান’র সঙ্গীত ও পরিকল্পনায় ‘এই মাহে রমজান’ প্রকাশ পেয়েছে পাঁচ রমজানে..এ প্রসঙ্গে, সঙ্গীত পরিচালক আমজাদ হাসান বলেন, বরাবরই প্রিন্স মামুন অাগেও আমাদের অনেক ভালো ভালো ইসলামীক গান উপহার দিয়েছে। তবে তার এই ইসলামীক গানটি তার বাসায় বসে মোবাইলে রেকর্ড করা।আর আমি আমার স্টুডিওতে সঙ্গীত, মিক্সিং করেছি, এজন্যই এই গানটিকে টেলি গান বলা হচ্ছে। জানিনা কেমন হয়েছে। তবে অসাধারন গেয়েছে সে। অাশাকরি সিয়ামের মাসে গানটি সবার ভালো লাগবে।গানের সঙ্গীত শিল্পী প্রিন্স মামুন বলেন, ছোটবেলা থেকে গানটি মসজিদের মাইকে গাইতাম এলাকাবাসীর অনুপ্রেরণায়। অনেক যত্ন করে গানটির পরিকল্পনা এবং সঙ্গীত করেছেন আমার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সঙ্গীত পরিচালক আমজাদ হাসান মামা। আশাকরি শ্রোতাদের অনেক ভালো লাগবে।উল্লেখ্য, প্রিন্স মামুনের সলো সহ বেশ কিছু অ্যালবাম ইতিমধ্যে রিলিজ হয়েছে বিভিন্ন স্বনামধন্য প্রযোজনা কোম্পানী থেকে। ছোটবেলা থেকেই তিনি গান করেন নিয়মিত। টিভি লাইভ সহ বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গেছে বহুবার । কিছুদিন আগে তার শেষ সিঙ্গেলস আসে স্টার মিউজিকের ব্যানার থেকে ‘খোদা জানে’ নামক মিউজিক ভিডিও। ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ আসছে বলে জানান তিনি।
প্রিন্স মামুনের ইসলামিক গানের লিরিক্যাল ভিডিও ‘এই মাহে রমজান’ প্রকাশিত
Read Time:2 Minute, 31 Second