শোবিজ ডেস্ক :মিডিয়াপাড়ার প্রিয়মুখ অভিনেতা কমেডিয়ান বিটলু শামীম নামেই পরিচিত তিনি তবে আসল নাম এমডি শামীম।এই শামীম ২০০৬ সালে মেট্রিক পরীক্ষা দিয়ে ঢাকায় বিটিভিতে ‘অন্যরকম ‘ ম্যাগাজিন অনুষ্ঠানে অভিনয়ের মধ্যে দিয়ে মিডিয়াতে অভিষেক ঘটে।এরপরে আর থেমে থাকতে হয়নি তাকে ,একেরপর এক নাটকে, টেলিফিল্ম,শর্টফিল্ম ,সিনেমায় অভিনয় করেছেন।এখন পর্যন্ত প্রায় ৮০ টির মতো একক এবং ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন এবং অগণিত ম্যাগাজিন অনুষ্ঠানে কাজ করেছেন।শামীম মঞ্চ নাটকেও কাজ করেন ‘রঙ্গনা নাট্য গোষ্ঠী’ ২০১১ সাল থেকে এ-যাবত কাল রয়েছেন।নতুন খবর হচ্ছে আগামীকাল মুক্তি পাচ্ছে তার অভিনীত এবং মুক্তিপ্রাপ্ত তৃতীয় ছবি ‘প্রেমচোর’।ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ এতে অভিনয় করেছেন নবাগত শান্ত খান এবং পাঞ্জাব কন্না নেহা আমানদীপ।ছবিটির প্রসঙ্গে শামীম জানান-এটি আমার মুক্তিপ্রাপ্ত তিন ছবি তবে আরো কিছু ছবি আছে মুক্তির অপেক্ষায় এবং আরো চার-পাঁচটি ছবির শুটিং চলমান রয়েছে।’প্রেমচোর’ ছবিতে আমাকে একদম ভিন্ন লুকে এবং ভিন্ন চরিত্রে দেখা যাবে।কাজটি খুবই ভালো হয়েছে এবং সবাই চেষ্টা করেছে একটি ভালো ছবি করার।আমার বিশ্বাস ছবিটি দেখে দর্শকদের ভালো লাগবে এবং দর্শকদের ভালো-মন্দ বিচারের অপেক্ষায় থাকলাম।