প্রেমিকাকে নিয়ে মালদ্বীপে দেব

0 0
Read Time:2 Minute, 22 Second

প্রেমিকাকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন টলিউড অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। এ যাত্রায় তাদের সঙ্গী হয়েছেন দেবের হবু শাশুড়িও।

মূলত, দেব-রুক্মিনির ইনস্টাগ্রামে পোস্ট করা একাধিক ছবিকে কেন্দ্র করে একসঙ্গে মালদ্বীপ ভ্রমণের খবরের সূচনা। এ বিষয়ে হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, এই ট্যুরে রুক্মিনির মা-ও রয়েছেন। রুক্মিনির মায়ের ৬০তম জন্মদিন উপলক্ষেই এই ট্যুর।

গত কয়েকদিন ধরে একটি-দুটি করে ছবি পোস্ট করে যাচ্ছেন রুক্মিনি-দেব। তবে একসঙ্গে নয় আলাদা আলাদা। যার মধ্যে একটি ছবিতে পানীয়র গ্লাস হাতে মায়ের সঙ্গে ছবি তুলেছেন রুক্মিনি। এখানে ব্যকগ্রাউন্ডে নীল জল। আর ক্যাপশন বুঝিয়ে দিচ্ছেন মাকে সঙ্গী হিসেবে পেয়ে তিনি কতটা আনন্দিত। অন্যদিকে দেবের ছবির ব্যাকগ্রাউন্ডে একই দৃ্শ্য দেখা যায়।

এবারই প্রথম নয়, গত বছরও মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন দেব-রুক্মিনি। সেই সময়েও একসঙ্গে তোলা ছবি না দিয়ে, একই সময় একই জায়গায় তোলা ছবি শেয়ার করে বুঝিয়ে দিয়েছিলেন একসঙ্গে আছেন তারা। এরপর একই বছর আইসল্যান্ডে ঘুরতে যান তারা। একাধিকবার তাদের বিয়ের গুঞ্জনও উঠেছে। যদিও তারা ‘ভালো বন্ধু’ বলেই দাবি করেছেন।

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী রুক্মিনি মৈত্র। ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’ সিনেমাতেও জুটিবদ্ধ হন তারা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *