‘প্রেমিক’ নিয়ে হাজির হচ্ছেন জান্নাত রোজ

0 0
Read Time:2 Minute, 53 Second

বিনোদন ডেস্কঃএস এ সাকিল এর রচনা ও পরিচালনায় ‘প্রেমিক’ টেলিফ্লিমটি অচিরেই মুক্তি পেতে যাচ্ছে।সামাজিক গল্প  ও রোমান্টিকতায় ভরপুর  এই টেলিফিল্মটির   প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন উদীয়মান তারকা সোহেল খান। তার প্রেমিকা হিসেবে জুটি বেঁধেছে  নায়িকা  জান্নাত রোজ।এছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন    চলচিত্রের খল অভিনেতা ইয়াসিন হীরা,আইটেম গার্ল কবিতা,কিরন খান,তমিজ খান, লাভলী,সাজ্জাদ,আনন্দ,আল আমীন সহ আরো অনেকে।টেলিফিল্মটিতে অতিথি শিল্পী হিসেবে রয়েছেন এস.এম.ফরহাদ।টেলিফ্লিমটির মূল কাহিনী জানতে চাইলে পরিচালক বলেন,”গরীবুল্লাহর ছেলে আবির,তাকে ভালবাসে এলাকার প্রভাবশালী খান সাহেবের একমাত্র বোন সাথী। কিন্তু এই ভালোবাসা খান সাহেব মেনে না নিয়ে বোনকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়।আবিরের ছোট বোন মিতুকে বিয়ের প্রস্তাব দেন  খান সাহেবের লম্পট ছোট ভাই।তাতে আবির রাজি না হওয়ায় ক্ষুব্ধ চেয়ারম্যান গরীবুল্লার সর্বস্ব দখল করে নেয় এবং পুরো পরিবারকেই গ্রামছাড়া করার হুমকি দেয় ।এক পর্যায়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে গরীবুল্লাহ হার্ট এ্যাটাকে মারা যান! আবিরের চিন্তার পরিধি বাড়তে থাকে।একদিকে প্রেমিকা হারানোর ব্যথা অন্য দিকে বাবাকে চির বিদায় জানানোর শোকে আবির ভেঙে পড়ে। সবকিছুই যেন বাতাশকে ভারি করে তুলে…এরকম হৃদয়স্পর্শী একটি কাহিনী নিয়ে নির্মিত হয়েছে প্রেমিক।  এ ব্যপারে এস.এম.ফরহাদ বলেন-“প্রেমিক টেলিফ্লিমটির পুরো কাজটা আমি কাছ থেকে দেখেছি।তরুণ পরিচালক এস.এ.সাকিল   খুব ভালো একটি কাজ দর্শকদের জন্যে উপহার দিতে যাচ্ছে ।  আশা করি এই টেলিফিল্মটি দর্শকদের মনে জায়গা করে নিতে পারবে,এর কাহিনী ও অভিনয় সবার ভাল লাগবে।শিঘ্রই ‘তরুণ বাংলা টিভি’র ব্যানারে পাওয়া যাবে টেলিফিল্মটি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %