ফক্স নিউজের দাবি উহানের ল্যাব থেকে ছড়িয়ে করোনাভাইরাস,

0 0
Read Time:2 Minute, 43 Second

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি সিফুড মার্কেট থেকে ছড়িয়ে প্রাণঘাতী করোনাভাইরাস। কিন্তু এই ভাইরাসটি ওই মার্কেট থেকে নয়, উহানের একটি ল্যাব থেকে ছড়িয়ে এমন অভিযোগ উঠলেও, তার জোরালো প্রমাণ পাওয়া যায়নি। চীন এমন অভিযোগ অস্বীকারও করেছে। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে যে, এই ভাইরাস কোনও ল্যাব থেকে ছড়িয়েছে তার প্রমাণ নেই।

তবে বিভিন্ন সূত্রের বরাত ফক্স নিউজ বলছে, উহানের একটি ল্যাব থেকেই সম্ভবত করোনাভাইরাস ছড়িয়েছে। তবে এটি জৈবঅস্ত্র নয়। বরং যুক্তরাষ্ট্রের সমপর্যায় বা এর চেয়ে বেশি সক্ষমতা সম্পন্ন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নিজের সামর্থ্য প্রমাণে ল্যাবে পরীক্ষা চালাচ্ছিল চীন।
একটি সূত্র জানিয়েছে, এটি সম্ভবত ‘সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল তথ্য গোপনের সরকারি প্রচেষ্টা।‘

সূত্রগুলোর বিশ্বাস প্রাথমিকভাবে ভাইরাসটি একটি প্রাকৃতিক স্ট্রেইন থেকে ছড়িয়েছে, যেটি নিয়ে ওই ল্যাবে গবেষণা করা হচ্ছিল। আর ‘পেশেন্ট জিরো’ ওই ল্যাবে কাজ করতেন এবং পরে তিনি উহানে মানুষজনের সঙ্গে মিশে যান।

ওই সূত্রগুলো জানিয়েছে, এই ‘ক্রমবর্ধমান আত্মবিশ্বাস’ গোপন ও ওপেন-সোর্স ডকুমেন্ট ও প্রমাণ থেকে পেয়েছেন তারা। ওই প্রমাণ সরাসরি দেখতে চেয়েছে ফক্স নিউজ। তবে সূত্রগুলো বলেছে, এগুলো গোয়েন্দা তথ্য এবং সুনির্দিষ্ট কিছু নয়, এমনটা ভাবা ঠিকও হবে না। তবে অনেক গোয়েন্দা ও মহামারি বিশেষজ্ঞ এই বিষয়গুলো তদন্ত করে দেখছে।

কিন্তু সব সূত্র একটি বিষয় নিশ্চিত করে বলেছে, আর তা হচ্ছে- চীনা সরকার ডাটা ও তথ্য গোপনের চেষ্টা করেছে। চীনের সরকার জানায়, উহানের ওয়েট মার্কেট থেকে করোনা ছড়িয়েছে। কর্মকর্তারা বলছেন, ল্যাব থেকে করোনা ছড়িয়ে এমন তথ্য থেকে নজর সরাতে চীন সরকার এমনটা করেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %