রিফাত রাহুল খাঁন:মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ‘মিস বিহেভিয়ার’ হয়ে আলোচনায় আসা আফরিন লাবণীর কথা। পড়াশোনা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।। মিষ্টি পরিশীলিত ব্যবহার, শিক্ষা, রুচিবোধ আর নজরকাড়া গ্ল্যামারে এবারের আসরে মুগ্ধতা ছড়িয়েছেন বিচারক, সাংবাদিক, সমালোচক আর সাধারণ মানুষদের। নিজের ক্যারিয়ার তৈরীতে সবচেয়ে বেশি মনোযোগী তিনি। দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজের মডেল হয়েছেন। সম্প্রতি তিনি প্রথমবারেরমত ফাহমিদা নবীর গানের মডেল হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। গাজীপুরে রেহমান খলিলের নির্দেশনায় কামরুল হাসান সোহাগের কথা ইবরার টিপুর সুর ও সংগীত আয়োজনে ফাহমিদা নবীর কন্ঠে “তোমার জন্য সেজেছি আমি” গানটির শুটিং সম্পন্ন হয়েছে এবং গানটি এলএসবি টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। প্রসঙ্গে আফরিন লাবণী জানান; প্রথমবারই ফাহমিদা নবী আপুর গানের মডেল হয়েছি। গানটিতে আমাকে স্কুল ছাত্রীর চরিত্রে দেখা গিয়েছে । এতে আফরিন লাবনীর বিপরীতে কাজ করেছে সুজন খাঁন। ভীষণ ভালো লেগেছে। আশা করব দর্শকদেরও ভালো লাগবে। তিনি আরও জানান; কয়েকটি সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছি। দুটো সিনেমা নিয়ে কথা চলছে। খুব শীঘ্রই বড়পর্দায় তাকে দেখা যাবে।
ফাহমিদা নবীর গানের মডেল হয়ে প্রথমবার ক্যামেরার সামনে আফরিন
Read Time:2 Minute, 0 Second