সীতাকুণ্ডের বিএম কনটেইনারের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর ১২ জন কর্মী নিখোঁজ ছিলেন। এরমধ্যে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৮ জনের পরিচয় শনাক্ত করা গেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সরদার রবিবার (৫ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আট জনের পরিচয় নিশ্চিত হয়েছি। বাকি চার জন নিখোঁজ। বাকি মরদেহ শনাক্ত করার কাজ চলছে।
কুমিরা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. রানা মিয়া, নার্সিং এটেনডেন্ট মনিরুজ্জামান, ফায়ার ফাইটার আলাউদ্দিন, ফায়ার ফাইটার শাকিল তরফদার, লিডার মিঠু দেওয়ান, সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার সালাউদ্দিন কাদের চৌধুরী, ফায়ার ফাইটার রমজানুল ইসলাম, লিডার নিপন চাকমা।
কুমিরা ফায়ার স্টেশনের লিডার ইমরান হোসেন মজুমদার, ফায়ার ফাইটার শফিউল ইসলাম, সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার ফরিদুজ্জামান, ফায়ার ফাইটার মোহাম্মদ রবিউল ইসলাম।