নিজস্ব ডেস্ক : করোনার আতষ্কে কাঁপছে গোটা পৃথিবী, লকডাউন হয়েছে অনেক দেশ ব্যস্ত শহরগুলি, স্হবির হয়ে গেছে বাংলাদেশও। বন্ধ হয়েছে সরকারি-বেসরকারি সব অফিস আদালত, রাস্তাঘাটে নেই কোন লোক জন। এমনি অবস্হায় জীবন ও জীবিকা নিয়ে অসহায় দিন পার করছেন অসংখ্য খেটে খাওয়া দিন মজুররা। জাতির এই ক্লান্তিগগ্নে ফেনীর দাগনভূঞা উপজেলার বিভিন্ন স্থানে হত দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সেতারা বেগম ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক কাজী সালাউদ্দিন বিজয় সূদুর আমেরিকা থেকে হত দরিদ্র মানুষের জন্য জনকল্যাণমুখী এ ফাউন্ডেশন পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় চলমান এ দূর্যোগের মাঝে সেতারা বেগম ফাউন্ডেশন অতীতের ন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
ইতিমধ্যে উক্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পোঁছে দেওয়া হয়েছে এবং প্রায় ২৫০ পরিবারকে নগদ অর্থ প্রদান করে হয়েছে। তাছাড়া পুরো রমজান জুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক কাজী সালাউদ্দিন বিজয় জানান, জনকল্যাণমুখী তারই এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ কার্যক্রমে সহযোগিতা করেছেন। মিজানুর রহমান (USA) , রাহেলা সুইটি (USA) , রৌশান আরা পপি (USA), রাশেদা বৃষ্টি (USA), মাহিদুল ইসলাম রবিন (USA) ,আকরাম হোসাইন জুয়েল, দিপুল, ইকবাল , ইমাম, বেলাল ,জাকের , রায়হান । তিনি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।