ফেসবুকে গুজব ছড়ালে ধরছে পুলিশ

0 0
Read Time:1 Minute, 6 Second

ফেসবুকে ছেলেধরা গুজব ছড়ানোর অভিযোগে ঝালকাঠিতে রিয়াজুল মোর্শেদ তালুকদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) সন্ধ্যায় গাবখান সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়। 

রিয়াজ শহরের কালিবাড়ি ধোপারচর এলাকার হাবিবুর রহমান তালুকদারের ছেলে। পুলিশ জানায়, রিয়াজ তার ফেসবুক আইডিতে ছেলেধরার গুজব ছড়িয়ে শান্তিশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে। এ ঘটনায় পুলিশ তাকে গাবখান সেতু এলাকা থেকে আটক করে থানায় নিয়ে যায়। 

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছেলেধরার গুজব ছড়ানোর বিষয় তিনি দোষী হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %