0
0
Read Time:1 Minute, 16 Second
শোবিজ ডেস্ক :বর্তমান প্রজন্মের ব্যস্ততম মডেল জারা টায়রা। ফেসবুক কর্তৃপক্ষ তার পেজটি যাচাই-বাছাই করে এর যথার্থতা নিশ্চিত করেছে। ফলে এখন জারার ফেসবুকপেইজ এর নামের শেষে নীল রঙের বৃত্তের মধ্যে সাদা টিক চিহ্ন দেখা যাচ্ছে।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ফেসবুক কর্তৃপক্ষ থেকে জানানো হয়, আমার পেজটি ভেরিফাইড করা হয়েছে। তাদের কথা শুনে আমি সঙ্গে সঙ্গেই ফেসবুকে প্রবেশ করে দেখি, সত্যি সত্যিই তা ভেরিফাইড হয়েছে। বর্তমানে ফেসবুক বেশ জনপ্রিয় একটি যোগাযোগের মাধ্যম। খুব সহজেই আমার ভক্তরা ফেসবুকের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন। এটি আমার কাজ করার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। পেইজটি স্বীকৃতি পাওয়ায় তো জারা টায়রা দারুণ উচ্ছ্বসিত।