ফ্যাশন হাউজ “ডিভাস ভ্যালী”র শুভ উদ্ভোধন করলেন ক্লোজআপ তারকা পুতুল ও নওরীন

0 0
Read Time:1 Minute, 15 Second

রিফাত রাহুল খাঁন:গতকাল রাজধানী ধানমন্ডির সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স এ জমকালো আয়োজনে উদ্ভোধন করা হল ফ্যাশন হাউজ” ডিভাস ভ্যালী”। এ ফ্যাশন হাউজের কর্ণধার রোজিনা মাহবুব ও সাবরিনা রশিদ জানান; নতুন বছরকে স্বাগত জানিয়েই বছরের প্রথমে ফ্যাশনে নতুনত্বের ছোঁয়া দিতে ক্রেতাদের জন্য নিয়ে এসেছি “ডিভাস ভ্যালী”। এখানে সবধরণের জামা; শাড়ি; সানগ্লাস ও ব্যাগ পাওয়া যাবে। প্রথমদিনেই ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ারমত। এ উদ্ভোধনী অনুষ্ঠানে কেক ও ফিতাকেটে এ অনুষ্ঠানের সমাপনী করেন ক্লোজআপ ওয়ান তারকা পুতুল ও নওরীন। পুতুল জানান; ফ্যাশন হাউজটির পরিবেশ বেশ চমৎকার। এছাড়া এর কালেকশনগুলোও বেশ সুন্দর। পোশাকের গুণগতমান বেশ ভালো। এ হাউজটির সাফল্য কামনা করছি।

ছবি: মুকুট রহমান

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %