জেলার সোনাতলা উপজেলায় আজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২২ অর্থবছরে খরিপ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ এবং ভর্তুকিমূল্যে কম্বাইন্ড হার্ভেস্টার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব কৃষি উপকরণ বিতরণ করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্র্তা রবিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার একহাজার ৩৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার এবং দু’জন কৃষককে ৫০ শতাংশ ভর্তুকিমূল্যে ২ টি কম্বাইন্ড হার্ভেস্টার প্রদান করা হয়।
বগুড়ায় বীজ, সার ও কম্বাইন্ড হার্ভেস্টার বিতরণ
জেলার সোনাতলা উপজেলায় আজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২২ অর্থবছরে খরিপ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ এবং ভর্তুকিমূল্যে কম্বাইন্ড হার্ভেস্টার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব কৃষি উপকরণ বিতরণ করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্র্তা রবিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার একহাজার ৩৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার এবং দু’জন কৃষককে ৫০ শতাংশ ভর্তুকিমূল্যে ২ টি কম্বাইন্ড হার্ভেস্টার প্রদান করা হয়।