শোবিজজ ডেস্ক :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি গানে কণ্ঠ দিলেন সিনিয়র ও তরুণ প্রজন্মের ১০ জন শিল্পী। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের জন্য এ গানটি করা হয়েছে। এর কথা লিখেছেন হারুণ রশীদ। আর সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। যে দশ শিল্পী এ গানটিতে কণ্ঠ দিয়েছেন তারা হলেন- বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন, আঁখি আলমগীর, অনুপমা মুক্তি, দিলশাদ নাহার কণা, সোমনূর মনির কোনাল, পুলক অধিকারী, মৌমিতা তাশরিন নদী, রাজিব ও অপু। শওকত আলী ইমন বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে গান করা একটি কঠিন দায়িত্ব। সেটি পালন করার চেষ্টা করেছি।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিটিভি’র থিম সং হিসেবে এটি থাকবে। ১০ জন শিল্পী এখানে কণ্ঠ দিয়েছেন। সবাই নিজেদের সেরাটা দেয়ারই চেষ্টা করেছেন। বেশ সুন্দর একটি গান হতে চলেছে। আমার বিশ্বাস এটি সবার ভালো লাগবে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি গানে কন্ঠ দিলেন ১০জন শিল্পী
শোবিজজ ডেস্ক :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি গানে কণ্ঠ দিলেন সিনিয়র ও তরুণ প্রজন্মের ১০ জন শিল্পী। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের জন্য এ গানটি করা হয়েছে। এর কথা লিখেছেন হারুণ রশীদ। আর সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। যে দশ শিল্পী এ গানটিতে কণ্ঠ দিয়েছেন তারা হলেন- বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন, আঁখি আলমগীর, অনুপমা মুক্তি, দিলশাদ নাহার কণা, সোমনূর মনির কোনাল, পুলক অধিকারী, মৌমিতা তাশরিন নদী, রাজিব ও অপু। শওকত আলী ইমন বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে গান করা একটি কঠিন দায়িত্ব। সেটি পালন করার চেষ্টা করেছি।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিটিভি’র থিম সং হিসেবে এটি থাকবে। ১০ জন শিল্পী এখানে কণ্ঠ দিয়েছেন। সবাই নিজেদের সেরাটা দেয়ারই চেষ্টা করেছেন। বেশ সুন্দর একটি গান হতে চলেছে। আমার বিশ্বাস এটি সবার ভালো লাগবে।