0
0
Read Time:1 Minute, 25 Second
আবু নাইম শাহ, স্টাফ রিপোটার : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিসিএস ১৫ তম ব্যাচের সদ্য পদোন্নতি প্রাপ্ত ৫১ জন অতিরিক্ত সচিববৃন্দ।
শুক্রবার দুপুরে সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত সচিববৃন্দ জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।
এসময় ১৫ তম বিসিএস ব্যাচের সভাপতি শফিউল আজিম, কোষাধক্ষ্য হাসনাত হুমায়ুন কবির, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম সহ বিসিএস ব্যাচের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।