শোবিজ ডেস্কআলোচিত মডেল ও অভিনেত্রী হুমাইরা সুবহা।সম্প্রতি বিয়ের সাজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন চন্দ্রাবতীর বিয়ে।এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ধরণের জল্পনা-কল্পনা।খোঁজ নিয়ে জানা গেল,এটি বাস্তবে বিয়ে নয়।পাবনার কাশীনাথপুর চলছে তরুণ চলচ্চিত্র নির্মাতা রফিক সিকদার পরিচালিত নতুন সিনেমা ‘বসন্ত বিকেল’ শুটিং। সেখানে জাঁকজমকভাবে পাবনার নগরবাড়ি একটি মন্দিরে দৃশ্যধারণ হয়।এই দৃশ্যে সুকুমার-চন্দ্রাবতীর বিয়ের শুটিং হয়ে গেল।এতে সুকুমার চরিত্রে অভিনয় করেছেন তানভীর তনু ও চন্দ্রাবতী চরিত্রে অভিনয় করছেন সুবহা।প্রথমবার বউ সাঁজার আনন্দটা ভালোই উপভোগ করলেন সুবহা। এদিন নায়ক তানভীর তনুর ঘরণী হওয়ার জন্যই বউ সেজেছিলেন তিনি। প্রথমবার বউ সাঁজার অনুভূতি দারুণ বলে জানিয়েছেন সুবহা। সেটের সবাই নাকি নায়িকার বধূ লুকের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।বাস্তব জীবনে কবে বধূ সাজে হাজির হবেন প্রশ্নের জবাবে সুবহা শুধুই হাসলেন। তিনি বলেন, সময় হোক। ক্যারিয়ার তো মাত্র শুরু করলাম। বিয়ে নিয়ে আপাতত কিছু ভাবছি না। বিষয়টি পরিবারের হাতেই ছেড়ে দিয়েছি।’বসন্ত বিকেল’ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ওমর সানী,শাহনূর,শিপন, ইমরান হাসু,শিশু শিল্পী রাইসা প্রমুখ।
বধূবেশে সুবাহ; পাত্র কে জেনে নিন!.
Read Time:2 Minute, 1 Second