বন্ধ হলো সহজের ট্রাক বুকিং, রাইড-ফুডও বন্ধের পথে

0 0
Read Time:4 Minute, 34 Second

ইতোমধ্যে কোম্পানির বিভিন্ন বিভাগের ৫০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে জানা গেছে

“সুপার অ্যাপ” হওয়ার পরিকল্পনায় থাকা বাংলাদেশের দ্রুত ক্রমবর্ধমান স্টার্ট-আপগুলোর মধ্যে অন্যতম প্লাটফর্ম “সহজ” তাদের ট্রাক-বুকিং সেবা বন্ধ করে দিয়েছে। কোম্পানির সূত্র বলছে, তাদের রাইড এবং ফুড সেবা চালু রাখা নিয়েও শঙ্কা রয়েছে।

এক বিবৃতিতে সহজ জানায় “বোর্ড আমাদের বর্তমান এবং ভবিষ্যতের সম্ভাব্য কৌশলগত দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করছে। সেই পর্যালোচনার অংশ হিসেবে আমরা আমাদের ট্রাক বুকিং সেবা বন্ধ রাখছি।”

সহজ ২০১৯ সালে ট্রাক বুকিং সেবা চালু করেছিল।

সূত্রের তথ্যমতে, ইতোমধ্যে কোম্পানির বিভিন্ন বিভাগের ৫০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে।

ছাঁটাই হওয়া সহজের একজন কর্মচারী বলেন, “এই ছাঁটাই খুবই আকস্মিক ছিল।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, ৩১ অক্টোবর ছাঁটাই হওয়া এসব কর্মচারীদের শেষ কর্মদিবস।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মচারী বলেন, “রাইড-ফুডও বন্ধ হয়ে যেতে পারে কারণ কোভিড -১৯ দেশে আঘাত হানার পর থেকে এই উদ্যোগগুলো খুব বেশি লাভ করছে না।”

তবে তিনি জানান যে, কিছুদিন আগেও সহজ এই খাতে নতুন কর্মী নিয়োগ করেছে।

সহজ ২০১৮ সালের মার্চ মাসে রাইড-শেয়ারিং এবং একই বছরের অক্টোবরের শেষের দিকে খাবার সরবরাহ শুরু করে।

এ প্রসঙ্গে সহজের ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির কোনো প্রশ্নের জবাব দেননি। তবে সহজের জনসংযোগ ব্যবস্থাপক ফারহাত আহমেদ ঢাকা ট্রিবিউনকে তাদের অফিসিয়াল বিবৃতির কথা উল্লেখ করেন।

বিবৃতিতে আরও বলা হয় “করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউনের সময় এই শিল্প বদলে গেছে। সরকারি নিয়ম মেনে আমরা লকডাউনে এই সেবা বন্ধ রেখেছিলাম। আমরা এখন কীভাবে এবং কখন এটি চালু করব তা পুনরায় মূল্যায়ন করছি।”

“সহজ বাংলাদেশের জনগণের সুবিধার্থে মনোযোগী হতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা মূল সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের প্রযুক্তিগত উদ্ভাবন অব্যাহত রাখব,” বিবৃতিতে বলা হয়।

প্রসঙ্গত, এ বছরের মে মাসে, মালিহা কাদির ঢাকা ট্রিবিউনকে বলেছিলেন যে রাইড-শেয়ারিং খাত “সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।”

২০১৩ সালে প্রতিষ্ঠিত সহজ যাতায়াত খাতে দেশের অনলাইন টিকিট বাজারে শীর্ষস্থান দখল করে আছে।

এই প্ল্যাটফর্মের দেওয়া সেবার মধ্যে রয়েছে- মোটরসাইকেল রাইড-শেয়ারিং, ট্রাক বুকিং, খাবার, মুদি সামগ্রী, ওষুধ সরবারহ। পাশাপাশি অনলাইন ডাক্তারের পরামর্শ এবং ডিজিটাল শিক্ষা সেবাও রয়েছে তাদের।

মহামারির সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিডিও পরামর্শ এবং চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ সেবাও চালু করে সহজ।

২০১৮ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুর-ভিত্তিক বিনিয়োগ সংস্থা গোল্ডেন গেট ভেনচারস থেকে ১৫ মিলিয়ন ডলার তহবিল পেয়েছিল সহজ।

সে বছর সহজ আরও জানিয়েছিল যে, তাদের তহবিলে ভোস্টক নিউ ভেঞ্চারস, পারটেক ভেঞ্চারস, হেরিটাস ভেঞ্চার ফান্ডস, সাইপ্রেস ক্যাপিটাল, টেকটন ভেঞ্চারসেরও অংশগ্রহণ করেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *