0
0
Read Time:1 Minute, 7 Second
জনপ্রিয় উপস্থাপিকা শান্তা রহমান বরাবরের মতো নারী উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন ‘বসন্ত বিলাস’ উৎসবে। ধানমন্ডির মাইডাস সেন্টারে ৩ দিনের এ উৎসব আজ শেষ হয়। শেষ দিন উপস্থিত ছিলেন শান্তা।
শান্তা পুরো আয়োজন ঘুরে ঘুরে দেখেন ও কেনা-কাটা করেন। শান্তা আলাপকালে বলেন, আমি নারী উদ্যোক্তাদের সবসময় উৎসাহ দেয়ার চেষ্টা করি। তাদের এগিয়ে যাওয়ার চেষ্টাকে সাধুবাদ জানাই।
শান্তা যোগ করে বলেন, এখানে অনলাইনে যারা ব্যবসা করছেন তারা এসেছেন। তাদের পণ্যগুলো দেখলাম। সাধ্যের মধ্যে তারা মান ঠিক রাখার চেষ্টা করেছে। তাদের জন্য শুভকামনা রইলো।প্রসঙ্গত, শান্তা চ্যানেল আইতে অনুষ্ঠান সঞ্চালনা করছেন।