নাফ নদী, টেকনাফসহ কক্সবাজার এলাকার বাঁধগুলোতে বেশি বেশি ঝাউগাছ লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্বে করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এতে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য ও সচিবরা অংশ নেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, নাফ নদী ও বঙ্গোপসাগরের পোল্ডারে বেশি বেশি ঝাউগাছ লাগাতে বলেছেন প্রধানমন্ত্রী। এতে বেড়িবাঁধ টেকসই হবে।
সেই সঙ্গে প্রধানমন্ত্রী বেশি বেশি গবেষণা করতে বলেছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘বিশেষ করে তিলের বিষয়ে গবেষণা করতে বলেছেন প্রধানমন্ত্রী।’
উত্তরা লেক উন্নয়ন প্রকল্প সংশোধন করা হয় একনেক সভায়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আপনারা খাল বা লেকের উন্নয়ন করলে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট করেন।’