পোশাকের চাহিদা বাংলাদেশের বরাবরের মতোই অন্যতম। বেশিরভাগ বাংলাদেশীরা এখন নিজেদের পরিধানের পোশাকের ডিজাইন ও গুনাগুত মান নিয়ে যথেষ্ট সচেতন। আর এই চাহিদা পূরন করার জন্য বাংলাদেশের অনেক ডিজাইনার ব্যাক্তিগতভাবে নিজস্ব বুটিক,ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে বাংলাদেশে এসব ফ্যাশন হাউসগুলোতে পোশাক তৈরির সাথে নিত্যনতুন ফ্যাশন এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানসম্মত এবং অভিজাত পোশাক তৈরী হচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক ডিজাইন এবং গুনগুন মান ইত্যাদি বিষয়গুলো সামনে রেখে কিছু ফ্যাশন হাউস প্রতিষ্ঠা হয়েছিল যা এখন হয়ে উঠেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড।
বাংলাদেশী ফ্যাশন ব্র্যান্ড শীর্ষক আর্টিকেল এর আজকের এই প্রথম পর্বে বাংলাদেশ এর শীর্ষ স্থানীয় ফ্যাশন ব্র্যান্ড আড়ং নিয়ে আলোচনা করা হবে।
AARONG (আড়ং)
আড়ং বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ফ্যাশন ব্র্যান্ড।এটি অলাভজনক মালিকানাধীন উন্নয়ন সংস্থা ব্রাক -এর একটি প্রতিষ্ঠান। ১৯৭৮ সালে আড়ং এর যাত্রা শুরু হয় যার প্রতিষ্ঠাতা আয়েশা আবেদ এবং মার্থা চ্যান।
১৯৭৬ সালের দিকে দারিদ্র্য বিমোচন ও গ্রামীন নারীদের কর্মসংস্থানের জন্য তাদের প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন হস্তশিল্পের পন্য দেশে তৈরি হত। যা বিক্রয় করা হত স্বল্প মূল্যে এবং কখনো কখনো কারিগররা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতেন।সেই প্রেক্ষাপট কে বিবেচনা করেই দারিদ্র্য বিমোচন, নারীদের কর্মসংস্থান এবং দেশের হস্তশিল্প ও কারুশিল্প কে বাচিয়ে রাখতে আড়ং এখন সর্বদা কাজ করে চলছে।