টলিউডের অন্যতম নায়ক-প্রযোজক দেব। এর আগে শুটিং ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য ঢাকায় তিনবার এলেও, এবার এসেছেন দুটি নিজস্ব কারণে। আগামী ২৯ নভেম্বর বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার ছবি ‘পাসওয়ার্ড’। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক দেব-রুক্মিণী। তারকাবহুল এ ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে সাফটা চুক্তির ভিত্তিতে। এই ছবিটি আমদানি করে মুক্তি দিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। ‘পাসওয়ার্ড’ বাংলাদেশে মুক্তি উপলক্ষ্যে ছবির প্রচারণায় মঙ্গলবার ২৬ নভেম্বর সন্ধায় রাজধানীর ঢাকা ক্লাবে সাংবাদিক দের মুখমুখি হন দেব তার সঙ্গে ছিলেন রুক্মিণী এবং পরিচালক কমলেশ্বর মুখার্জি। আয়োজিত এই সংবাদ সম্মেলনে বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।দেব বাংলাদেশ সম্পর্কে আবেগঘন কণ্ঠে বলেন বলেন, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এখানে যতবার এসেছি এ দেশের মানুষ আর আপ্যায়ন দেখে আমি মুগ্ধ হয়েছি। এ দেশের মানুষ যে অতিথিপরায়ণ সেটা আমি বহুবার বলেছি। আমাকে নিয়ে পশ্চিমবঙ্গের চেয়ে বাংলাদেশের দর্শকদের উৎসাহ বেশি। আপনাদের আপ্যায়নে আমি মুগ্ধ ধন্যবাদ বাংলাদেশ। এটুকু বলতেও দ্বিধা করেননি দেব, ‘আমাকে নিয়ে পশ্চিমবঙ্গে যতটা আগ্রহ দেখেছি, তারচেয়ে বেশি উৎসাহ দেখেছি বাংলাদেশের দর্শকদের কাছে।’ বাংলা ছবি বাঁচানোর লক্ষ্যে দেবের আহ্বান, ‘এখনই সময়, একসঙ্গে একহয়ে দুই বাংলায় একই দিনে ছবি রিলিজের। কারণ ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য সবাইকে এক হতে হবে। এই বাংলা ভাষার লোক পৃথিবীজুড়ে ছড়িয়ে আছে- তাদের জন্য আমাদের এই লড়াইটা করতে হবে। এবারের লড়াই বাঙালিয়ানার। ছবিতে দেব সাইবার ক্রাইম বিভাগের প্রধান এবং রুক্মিণী মৈত্র এথিক্যাল হ্যাকারের চরিত্রে।ডিপ ওয়েবের স্ট্র্যাটিজিস্ট অদৃত, তবে পরমব্রত চট্টোপাধ্যায়ের চরিত্রের নান শেড দেখতে পাওয়া যাবে এই ছবিতে। এছাড়াও ‘পাসওয়ার্ড’-এ রয়েছেন পাওলি দাম।এছাড়াও নতুন ছবির ঘোষনা দিয়েছেন দেব এবারই প্রথম তিনি অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের ছবিতে। ছবিটির নাম ‘মিশন সিক্সটিন’। যেখানে তিনি ছাড়া পুরো ছবির টিম হলো বাংলাদেশের।ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া
বাংলাদেশে মুক্তি পাচ্ছে দেব-রুক্মিণীর পাসওয়ার্ড’
Read Time:3 Minute, 20 Second