বাংলাদেশে সংক্রমণের প্রকোপ বৃদ্ধি, এক দিনে ১৮ জন রোগী, মৃত বেড়ে ৯ জন:করোনাভাইরাস

0 0
Read Time:1 Minute, 57 Second

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় হঠাৎ করে উল্লম্ফন হয়েছে। গতকাল একদিনে আক্রান্ত হয়েছেন ১৮ জন, যা এখন পর্যন্ত একদিনে আক্রান্ত হওয়া সংখ্যার হিসেবে সবচেয়ে বেশি।

৩৬৭ জনের নমুনা পরীক্ষা করে এই পরিমান রোগী শনাক্ত হলো।

আক্রান্ত আঠারো জনের মধ্যে বারো জনই ঢাকার বাসিন্দা।

এর আগে একদিনে সবচেয়ে বেশি ৯ জন আক্রান্ত হয়েছিলেন।

গত কয়েকদিন ধরে পরীক্ষা সংখ্যা বাড়ানোর পর থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

গত ২৪ ঘন্টায় নুতন একজন মারাও গেছেন। এনিয়ে কোভিড-১৯এ মোট ৯ জন মারা গেলেন বাংলাদেশে।

মৃত এই ব্যক্তি নারায়ণগঞ্জের। তিনি ৫৫ বছর বয়সী একজন পুরুষ।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জন সুস্থ হয়েছেন বলেও জানানো হয়। এনিয়ে আক্রান্তদের মধ্যে সুস্থ হলেন ৩৩ জন।

বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বর্তমানে বাংলাদেশে ৪৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ রয়েছে।

এই ৪৬ জনের মধ্যে ৩২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকি ১৪ জন বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

আইইডিসিআরের পরিচালক জানান, বর্তমানে দেশের ১৪টি কেন্দ্রে করোনাভাইরাসের পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় মোট ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %