বাংলাভিশনের ১৬ জন সংবাদ সঞ্চালকের ভিডিওচিত্রে ঘরে থাকার অনুরোধ

0 0
Read Time:2 Minute, 21 Second

শোবিজ ডেস্ক:টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ১৫ জন সংবাদ সঞ্চালক এক হয়ে তৈরি করলেন একটি ভিডিওচিত্র। যেখানে তারা দর্শকদের অনুরোধ করেছেন ঘরে থাকার জন্য। এর উদ্যোগতায় নাদিরা আশরাফ।ভিডিওচিত্রে সংবাদ সঞ্চালকরা বলেছেন, ‘আপনার ঘরের জানালা, হাসপাতালের অক্সিজেন ভেন্টিলেটরের চেয়েও উত্তম।’এ প্রসঙ্গে বাংলাভিশনের জ্যেষ্ঠ সংবাদ পাঠিকা সংগীতা খান বলেন, সংবাদ পাঠ করতে গিয়েই দেখতে পাচ্ছি, দুর্যোগ প্রতিরোধে মানুষকে নানাভাবেই ঘরে থাকতে বলা হলেও অনেকেই এ ব্যাপারে এখনও সচেতন নন। আমরা যারা সংবাদ পড়ি তাদের মানুষ কিছুটা হলেও চেনেন। তাই নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকেই আমরাও আহ্বান জানিয়েছি, সবাই যেন ঘরে থাকেন, সচেতন থাকেন।নাদিরা আশরাফ বলেন, ‘দেশের করোনা যোদ্ধারা যারা ঝুঁকি মেনে নিয়েই নিয়মিত কাজ করে যাচ্ছেন, আমরাও তাদের দলেই। কোন ধরনের বিশেষ সুরক্ষা ব্যবস্থা না থাকলেও আমরা নিজেদের সুরক্ষা নিজেরাই নিশ্চিত করে প্রতিদিনই কাজে যোগ দিচ্ছি। মানুষকে বলতে চাই, আমরা আপনাদের জন্য বাইরে আছি, আপনারা ঘরে থাকুন। এ বার্তাটি পৌঁছে দিতেই যার যার জায়গা থেকে এ উদ্যোগটি নিয়েছি।এতে অংশ নিয়েছেন নাদিরা আশরাফ, সেলিনা তাওহিদ, জেবা রহমান, নাজিয়াত শাহরীন, নাহিদ জামান সোমা, সাদাত সাকের, সংগীতা খান, সিফাত শারমীন, আয়েশা নুসরাত, ফারহানা আহমেদ, রওশান কবির, রওনাক জাহান, বিপাশা মজুমদার, ফাতেমা জান্নাত আইরিন;সাকিলা ছোবহান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %