বাঘায় ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ

0 0
Read Time:1 Minute, 11 Second

নিজেস্ব প্রতিবেদন: রাজশাহীর বাঘায়  ২ শ’পিচ ইয়াবা-সহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বাইসাইকেল যোগে ইয়াবা নিয়ে যাওয়ার সময় উপজেলার রস্তুমপুর বাজার এলাকায় রাজু আহাম্মেদ ও তছিকুল ইসলাম নামে দুইজনকে আটক করে পুলিশ।
বাঘা থানা পুলিশ সূত্র জানা যায়, শুক্রবার বিকেল ৫ টায় বাঘা সীমান্ত এলাকার আলাইপুর গ্রামের আকুলের ছেলে রাজু আহাম্মেদ (১৯) এবং আকরামের ছেলে তছিকুল(২২) একটি বাই সাইকেল যোগে ২ শ’ পিচ ইয়াবা নিয়ে আড়ানী যাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার পুলিশ তাদের দুইজন কে আটক করে থানায় নিয়ে আসে।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) মহসীন আলী জানান, আটক দুইজনের নামে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %