0
0
Read Time:1 Minute, 33 Second
পরীক্ষা দিতে আসার এক ঘন্টা আগে মারা গেলো চন্ডিপুর উচ্চ বিদ্যালয় স্কুলের ছাত্র !
রাজশাহীর, বাঘা উপজেলায় আজ রবিবার (২৩) পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস চাপায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর একজন অধ্যয়নরত ছাত্র। আজ বেলা ২টায় অর্ধ বার্ষিকি পরীক্ষায় অংশগ্রহন করার কথা ছিল।
জানা যায় তার বাবা রান্টু বড় ছয়ঘটি, চন্ডিপুর এলাকায় আম বাগানে আম ভাঙ্গার কাজে থাকায়, ছেলেটি তার বাবার জন্য দুপুরের খাবার দিয়ে বাই সাইকেল চালিয়ে বাড়ী ফিরছিল, সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুনঃ চেয়ারে বসায় ছাত্রের কব্জি কেটে দিলেন মাদ্রাসাশিক্ষক
আজ দুপুর ১ টায় চন্ডিপুর পুলিশ ফাড়ির কাছে এই দূর্ঘটনা টি ঘটে। ফাড়ির কাছেই এক্সিডেন্ট টি হওয়ায় তাৎক্ষণিক ফাড়িতে দায়িত্বে থাকা এসআই মুন্জুরুল ইসলাম ও সঙ্গী পুলিশ ঐ মাইক্রবাসটিকে ডাইভারসহ আটক করে এবং থানায় নিয়ে যাওয়া হয়।