বাজারে শীতকালীন সবজি, দাম কমেছে পেঁয়াজ ও কাঁচামরিচের

0 0
Read Time:3 Minute, 42 Second

দিনাজপুরের হিলি বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন বিভিন্ন জাতের সবজি। এর প্রভাবে কমতে শুরু করেছে সবজির দাম। আর দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

এদিকে হিলির বাজারে আমদানিকরা পেঁয়াজের দাম চার থেকে ছয় টাকা কমে এখন ৩৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে হিলি বাজারে।

সরেজমিনে বাজারে গিয়ে দেখা যায় এখানে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ১০০ টাকায়, বাঁধাকপি ৬০ টাকা, মুলার কেজি ৩০ টাকা।  এছাড়া বেগুন ৩০ টাকা, শিম ১০০ টাকা, পটল ২০ টাকা, পুরাতন আলু ১৫ টাকা, টমেটো ১২০ টাকা, পেঁপে ১৫ টাকা, করলা ৪০ টাকা, গাজর ২৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

এছাড়া দাম কমে খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

অন্যদিকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম আবারো কমে গেছে হিলির পাইকারি বাজারে। বাজারে কেজিতে ৪ থেকে ৬ টাকা দাম কমে ভারতীয় পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৩৬ টাকা কেজিতে।

হিলি বাজারে সবজি কিনতে আসা লুৎফর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘আজ বাজারে অনেক নতুন নতুন শীতকালীন সবজি দেখছি। দাম আগের চেয়ে অনেকটা কম। অল্প করে সব সবজি কিনলাম।’

রিকশাচালক আজিজুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘এক সপ্তাহ আগে যে বেগুন ৫০ টাকা কেজি কিনেছিলাম, আজ সেই বেগুন ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, পটল ছিলো ৪০ টাকা আজ তা দেখছি ২০ টাকা, পেঁপে ছিলো ২৫ টাকা আজ তা ১৫ টাকা কেজি। প্রায় সব সবজির দামই কমে যাচ্ছে।’

হিলি বাজারের সবজি ব্যবসায়ী সোহেল রানা রাইজিংবিডিকে বলেন, ‘শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করেছে। যার কারণে সব সবজির দাম কমে যাচ্ছে। আশা করছি কয়েক দিনের মধ্যে দাম আরো কমে যাবে।

হিলি পাইকারি বাজারে পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান রাইজিংবিডিকে বলেন, ‘চাহিদা তুলোনায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বেশি করেছেন আমদানিকারকরা। যার কারণে পেঁয়াজের বেচাবিক্রি অনেকটা কম। বাহির থেকে আমাদের বাজারে পেঁয়াজ কিনতে ব্যবসায়ীরা আসছে না। তাই আমরা দামও কেজি প্রতি ৪ থেকে ৬ টাকা কমে পাইকারি বিক্রি করছি। আজ পেঁয়াজ পাইকারি বিক্রি করছি ৩৬ টাকা কেজি দরে। রোববার এই পেঁয়াজের দাম ছিল ৪২ টাকা।

সবজি ব্যবসায়ী আব্দুল খালেক রাইজিংবিডিকে বলেন, এক সপ্তাহ আগে ভারতীয় কাঁচমরিচ খুচরা বিক্রি করেছিলাম ১১০ টাকা কেজি দরে। বর্তমান দেশের বিভিন্ন অঞ্চল থেকে কাঁচমরিচ উৎপান এবং আমাদের বাজারে আমদানি হওয়ায় দাম কমে ৮০ টাকা খুচরা বিক্রি করছি। আশা করি আগামীতে আরও দাম কমে যাবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *