বাজেট জনবান্ধব পজিটিভ দলিল, বিএনপির মনোভাবই নেগেটিভ :কাদের

0 0
Read Time:3 Minute, 2 Second

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রস্তাবিত বাজেট জনবান্ধব। এটি একটি অনন্য সাধারণ পজিটিভ দলিল। তবে বাজেটের বিষয়ে বিএনপির মনোভাব সবসময়অত্যন্ত নেগেটিভ। আমরা যে বাজেট পেশ করি, গত ১০ বছর ধরেই বিএনপি তার বিরোধিতা করে আসছে।এরপরও এ বাজেটের ওপর ভর করেই দেশ অদম্য গতিতে এগিয়ে চলছে চলবে।

শনিবার (১৫ জুন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বাজেট বাস্তবায়নে সব সময়ই চ্যালেঞ্জ থাকে। এবারও আমরা সে চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং বাজেট বাস্তবায়নে সচেষ্ট আছি।’

গত বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের জন্য জাতীয় বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বাজেটের খুঁটিনাটি বিষয় তুলে ধরেন এবং বাজেট নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

যদিও প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী ও কল্পনাবিলাসী হিসেবে উল্লেখ করে বাজেট বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেন বিএনপির নেতারা। তাঁরা বাজেটকে ‘জনবান্ধব নয়’ বলে উল্লেখ করেন। বিএনপির বাজেট প্রতিক্রিয়ার জবাব দেওয়ার জন্যই ওবায়দুল কাদের আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

আওয়ামী লীগের বাজেট পরবর্তী এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ডা. দীপু মনি, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ড. আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, ফরিদুন্নাহার লাইলী, ফজিলাতুনন্নেসা ইন্দিরা প্রমুখ উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কল্যাণমূখী এ বাজেট বাস্তবায়ন হরে জনকল্যাণ অব্যাহত থাকবে। দেশ উন্নতির সোপানে পৌঁছাবে। বাজেট বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ রয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমাদের বাজেট বাস্তবায়ন করতে হবে। 

 

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %